দিন দুয়েক আগেই ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি তল্লাশি করে লক্ষাধিক টাকা উদ্ধার করে পুলিশ। তারপরই নড়েচড়ে বসেছে। ভোটের বাজারে নাকা চেকিংয়ের মাত্রাও বাড়িয়ে দিয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রীও সভা মঞ্চ থেকে সব গাড়ির তল্লাশির কথা বলেন। শুধু বিরোধীদের নয়। নিজের দলের নেতা থেকে শুরু করে তাঁর নিজের গাড়িও তল্লাশি করতে বলেন তিনি। কাউকেই যেন বাদ দেওয়া না হয়।
আর ভোটের দিনে জোড়া তল্লাশির মুখে পড়লেন বিজেপি নেতা মুকুল রায়। প্রসঙ্গত, রবিবার সকালে ভোট দিতে দিল্লি গিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। সেখান থেকে কলকাতায় ফেরার পর বিমানবন্দর চত্বরেই এক দফা তাঁর গাড়ি তল্লাশি করেন বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্মীরা।প্রথম দফার তল্লাশি পর্ব মিটিয়ে তাঁর গাড়ি ভিআইপি রোডে কৈখালির কাছে পৌঁছতেই ফের আটকানো হয়। বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্মীরা ফের একবার তল্লাশি করেন তাঁর গাড়ি। পুলিশের পক্ষ থেকে জানা গেছে যে ভোটের মরসুমে এটা তাদের কাছে রুটিন তল্লাশি। তাঁদের দাবি, সব গাড়িই এইভাবে চেক করছে।