ঘাটালের একটি পোলিং বুথে মোবাইল নিয়ে ঢুকে ভিডিয়োগ্রাফি করার অভিযোগে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন।
রবিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণের শুরু থেকেই ঝামেলায় জড়িয়ে পড়েন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তাঁর বিরুদ্ধে বারবার উত্তেজনা সৃষ্টি করার অভিযোগ উঠেছে।
কেশপুরের দোগাছিয়ার একটি বুথে ছাপ্পা ভোট চলার দাবিতে সেখানে গিয়ে চেঁচামেচি জোড়েন ভারতী। এরপরই সেখানকার স্থানীয় বাসিন্দারা ভারতীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁর গাড়ি ভাঙচুর হয়। একইভাবে কেশপুরেরই চাঁদখালির একটি বুথেও ভারতীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ না হয়ে জোর করে বুথের ভিতর নিজের দলের এজেন্ট বসানোর অভিযোগ ওঠে। বাধা দিলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগও উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
এরপরেই কেশপুরেরই পিকুরদার ১৩৯ নম্বর বুথের ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ এনে রবিবার সকালে মোবাইল হাতে বুথের ভেতরে ঢুকে পড়েন ভারতী ঘোষ। নিজে মোবাইলে ভিডিয়ো তোলার পাশাপাশি সংবাদমাধ্যমকে ডেকেও ভিডিয়োগ্রাফি করতে বলেন বিজেপি প্রার্থী। বুথের ভিতর ভিডিওগ্রাফির জন্য নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ভারতী ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ করে নির্বাচন কমিশন জেলা প্রশাসনকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। ওই বুথের প্রিসাইডিং অফিসারকেও সরিয়ে দেওয়া হয়েছে।