লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় রাজ্যের আট কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব৷ সকাল থেকেই কেশপুর ছিল উত্তপ্ত। বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে ঘিরে চলে একের পর এক ঘটনা। তাঁকে ঘিরে সাধারণ মানুষের বিক্ষোভ থেকে শুরু করে তৃণমূল কর্মীর আহত হওয়া সবই ঘটেছে।
বুথে ভিডিওগ্রাফি থেকে শুরু করে একাধিক অভিযোগ ওঠে ঘাটালের এই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে৷ কেশপুরের পিকুদার ১৩৯ নম্বর বুথে ঢুকে ভিডিওগ্রাফি করতে থাকেন৷ যা বেআইনী৷ তারপরই পদক্ষেপ করে কমিশন৷
নির্বাচনী আচরনবিধি না মানায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেয় কমিশনের৷ ভোট চলাকালীন তিনি তার সশস্ত্র দেহরক্ষী নিয়ে একটি বুথেপ্রবেশ করেন৷ সেই ঘটনায় কমিশন রিপোর্ট তলব করে৷ শেষে পর্যন্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়৷ এছাড়াও বুথের প্রিসাইডিং অফিসার ভিডিওগ্রাফি করার সময় বাধা দেননি৷ ওই বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিতে হবে৷ জেলাশাসককে নির্দেশ দেয় কমিশন৷