বিজেপির তথা সব রাজনৈতিক দলের ব্যানার খুলতে যায় কলকতা পুরসভা কর্মীরা। আর চাঁদনি মেট্রো ষ্টেশন চত্বরে যখনই বিজেপির ব্যানারে হাত দেয় পুরসভা কর্মীরা তখনই তাঁদের বাধা দেন উপস্থিত মেট্রো কর্মীরা। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে চাঁদনি চক মেট্রো এলাকা। ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনার এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে।
প্রসঙ্গত, চাঁদনি মেট্রো ষ্টেশন লাগোয়া এলাকায় বেশ কিছু দলীয় ব্যানার টাঙানো ছিল। কিন্তু সেগুলি খুলতে সেখানে হাজির হয়েছিলেন পুরসভার কর্মীরা। বিজেপি ব্যানার খুলতে গেলেই তাঁদের বাধা দেন মেট্রো রেলের নিরাপত্তারক্ষীরা। তাঁদের প্রশ্ন, কেন ব্যানার খোলা হবে? এই নিয়েই দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। যা হাতাহাতিতে গিয়ে পৌঁছায়। এই ঘটনায় এদিন মেট্রো স্টেশন এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও মেট্রো চলাচলে কোনও ব্যাঘাত ঘটেনি।
পুরসভার কর্মীদের অভিযোগ, ব্যানার খুলতে আসায় মেট্রো রক্ষীদের হাতে তাঁদের হেনস্তার শিকার হতে হয়। গোটা ঘটনায় ক্ষুব্ধ মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, বিজেপির ব্যানার খুলতে গিয়ে রীতিমতো হেনস্তার মুখে পড়তে হয় কর্মীদের। গোটা ঘটনার কথা কলকাতা পুলিশ কমিশনার এবং নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। এইভাবে লোকসভা নির্বাচনে কোনোভাবে যুক্ত হয়ে গেল মেট্রোর মত পরিষেবাও।