ফরাসি কাপ ফাইনালে রেনের কাছে টাইব্রেকারে ৫-৬ হারের পরে রানার্সের পুরস্কার নিতে যাওয়ার সময় স্টেডিয়ামের এক সমর্থককে শারীরিক আক্রমণ করতে গেছিলেন প্যারিস সাঁ জারমা-র তারকা ফুটবলার নেইমার। সেই ছবি মোবাইলে বন্দী করে রেখেছিলেন এক সমর্থক। সেই ছবি ভাইরাল হতেই নেইমারকে তিন ম্যাচের জন্য নির্বাসিত করল ফরাসি ফুটবল সংস্থা।
তিন ম্যাচের এই নির্বাসনের সঙ্গে নেমারের দু’ম্যাচের ‘সাসপেন্ডেড’ নির্বাসনও হয়েছে। সোমবারের পর থেকে এই শাস্তি কার্যকর হবে। যার অর্থ দাঁড়াচ্ছে, তিনি আজ, শনিবার ফরাসি লিগ ওয়ানে অঁসির বিরুদ্ধে খেলতে পারবেন। তবে লিগের শেষ দু’টি ম্যাচে জিঁজো ও ঘাঁসের বিরুদ্ধে পারবেন না। ফরাসি ফুটবল সংস্থার শাস্তির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষিপ্ত পিএসজি আবেদন করবে। তাদের কথায়, এই সিদ্ধান্ত ‘নিষ্ঠুরতম’। নেমার নতুন মরসুমে পিএসজি-র প্রথম ম্যাচেও খেলতে পারবেন না। যে ম্যাচ হবে অগস্টে সেই রেনের বিরুদ্ধেই। তবে ‘সাসপেন্ডেড’ নির্বাসন থাকায় নেমারের পিএসজি-র পরের দু’টি ম্যাচে মাঠে নামায় কোনও সমস্যা থাকছে না।
পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন নেইমারের। তিনি বলেছেন, ‘‘ফুটবলে সমালোচনা থাকবেই। আমরা ফুটবলারেরা এটা নিয়ে কিছুই করতে পারি না। নেইমার আমার চোখে ছোট বাচ্চা ছেলের মতো। কিন্তু অসম্ভব বুদ্ধিমান ছেলে। অসাধারণ প্রতিভাও। এখন দরকার ধারাবাহিকতা দেখিয়ে ওর আবার নিজের জায়গাটা পোক্ত করার। কে না জানে, দু’বার নেমার বিশ্রী চোট পেয়েছে। অথচ সেটার জন্যও দেখছি ওর সমালোচনা হচ্ছে।’’