সপ্তদশ লোকসভা নির্বাচনের মাঝে জমে উঠেছে প্রচার। এই প্রচারপর্বে জমজমাট রাজনৈতিক দলের নেতাদের বাগযুদ্ধ। এখনও দুই দফার নির্বাচন বাকি রয়েছে। শেষ পর্যায়েও সবাই ঝাপিয়ে পড়েছে লড়াইয়ে।
শনিবার নির্বাচনী প্রচারে মধ্যপ্রদেশের সুজালপুরে হাজির ছিলেন রাহুল। সেইখান থেকেই মোদীর মন শুদ্ধ করার ব্রত নিলেন তিনি। তাঁর কথায়, ‘নরেন্দ্র মোদীর মনে হিংসা রয়েছে, রাগ রয়েছে। আমাদের কাজ হচ্ছে সেই হিংসাকে শেষ করা।’ একই সঙ্গে তিনি আরও বলেছেন, ‘উনি আমায় আক্রমণ করেন, আমার বাবা, ঠকুমা এবং ঠাকুরদা নিয়ে কথা বলেন। আসলে হিংসা থেকে বলেন।’ মোদী তাকে পরিবার নিয়ে আক্রমণ করলেও তিনি যে গান্ধীবাদের পথেই রয়েছেন তা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর কথায়, ‘আমি কিন্তু নিজে গিয়ে মোদীকে ভালোবেসে গলায় জড়িয়ে নিয়েছিলাম।’
প্রচারে বেরিয়েই বিভিন্ন সময়ে কংগ্রেস পার্টিকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। আর তা নিয়ে সমালোচনার ঝড়ও কম হয় নি দেশজুড়ে।