গত ৬ তারিখ নির্বাচন সম্পন্ন হয়েছে বনগাঁ লোকসভায়। তবে শান্তিপূর্ণ ভাবে ভোট মিটলেও হানাহানির পথ ছাড়েনি বিজেপি। তাই ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত রাখার লক্ষ্যেই আছে গেরুয়া শিবির। আর তাই জন্যেই বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বাড়ির পাশ থেকে উদ্ধার হল বোমা।
ভোটপর্ব মিটতেই শান্তনু ঠাকুরের খাসতালুকে একটি নির্মীয়মাণ বাড়ি থেকে ৬ টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বনগাঁয়। ঠাকুরবাড়ির কামনা সাগরের পাড়ের একটি নির্মীয়মাণ বাড়ি থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই তৃণমূলের জেলা সম্পাদক অভিজিৎ বিশ্বাস জানান, এলাকায় সন্ত্রাস তৈরি করতেই বোমা মজুত করেছে শান্তনু ঠাকুর।
তবে শুধু ভোটপরবর্তী হিংসাই নয়। ভোটের আগের দিনও হিংসা জিইয়ে রাখল বিজেপি। বিষ্ণুপুর লোকসভা এলাকার খণ্ডঘোষ থেকে উদ্ধার হয়েছে বস্তা ভরতি তাজা বোমা। পাশপাশি, ঝাড়গ্রামে এক বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা ও প্রায় ৬০ লিটার মদ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এক বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ নগদ অর্থ ও প্রায় ৬০ লিটার মদ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার ওই বিজেপি নেতার বাড়িতে তল্লাশি চালায় আবগারি দপ্তরের আধিকারিকেরা। সূত্রের খবর, ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত। এ বিষয়ে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একই ছবি দেখা গেল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। রাত পোহালেই বিষ্ণুপুর লোকসভা আসনে নির্বাচন। তাঁর আগে আজ সকালে খণ্ডঘোষ বিধানসভার পূর্ব ওঁয়ারি গ্রামের একটি বাঁশবাগানে পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। সন্দেহ হওয়ায় খণ্ডঘোষ থানায় খবর পাঠায় স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে ব্যাগ থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।