আজ মেয়েদের আইপিলের ফাইনাল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই তারকা মিতালি রাজ ও হরমনপ্রিত কউর আজ একে অপরের প্রতিপক্ষ। একটা সময় দুজনের সখ্যতা ছিল। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। সম্পর্কে তিক্ততা এলেও তা এখন অতীত। দুজনেই দাবি করেন, এখনও আর সম্পর্কের জটিলতা নেই। ভারতীয় ক্রিকেট সংস্থার তরফেও দুজনের পুরনো অশান্তি মিটে গিয়েছে বলে দাবি করা হয়। কিন্তু নেটিজেনদের ফিসফাস এখনও চলে। এমন অবস্থায় আজ একে অপরের বিরুদ্ধে মাঠে বাইজ গজের যুদ্ধে নামবেন তাঁরা।
গত বৃহস্পতিবার জয়পুরে ভেলোসিটিকে ১২ রানে হারাল সুপারনোভাস। ফাইনালে যেতে হলে সুপারনোভাসকে এই ম্যাচ জিততেই হত। প্রথমে ব্যাট করে ১৪২ রান তুলেছিল সুপারনোভাস। জেমিমা রডরিগেজ ৪৮ বলে ৭৭ রান করেছিলেন। তাঁর এমন ইনিংসের উপর ভর করেই ১৪২ রান তোলে সুপারনোভাস। জবাবে ব্যাট করতে নেমে ভেলোসিটি করে ১৩০/৩।
আজ মেয়েদের আইপিএল ফাইনালে মুখোমুখি হতে চলেছে হরমনপ্রিতের সুপারনোভাস ও মিতালি রাজের ভেলোসিটি। ফাইনাল ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। সুপানোভাস, ভেলোসিটি ও ট্রেলব্লেজার্স, তিনটি দল দুই পয়েন্ট করে পেয়েছিল। কিন্তু রান রেট কম থাকায় ফাইনালের লড়াই থেকে ছিটকে গেল ট্রেলব্লেজার্স। তাই আজ মেয়েদের ক্রিকেট আইপিএলে মুখোমুখি সুপারনোভাস ও ভেলোসিটি। এবার অপেক্ষা ভারতে প্রথম মেয়েদের আইপিএলে জয়ের মুকুট কোন দলের মাথায় যায়!