ষষ্ঠ দফার ভোটের আগেই শহরে বিস্ফোরণ। সাতসকালে রাজারহাটে ঘটা এই বিস্ফোরণে দু’জন আহত হয়েছেন । স্বাভাবিক ভাবেই রাজারহাট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু এই বিস্ফোরণ কিভাবে ঘটল, এবং এই বিস্ফোরণের পিছনে কাদের হাত আছে তা খতিয়ে দেখছে পুলিশ। আগামী ১৯ এপ্রিল শেষ দফায় লোকসভা ভোট কলকাতার দুটি লোকসভা কেন্দ্রে। তার ঠিক আগেই বিস্ফোরণ ঘটল রাজারহাটে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় রাখতে, সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে চান। কিন্তু বিজেপির নজর আছে বাংলার উপর। গেরুয়া শিবির যখন বুঝতে পারছে শুধু বাংলা নয়, দেশ থেকে মুছে যেতে পারে বিজেপি তখন তাঁরা মানুষকে ভয় দেখানোর জন্য এমন টা করতেই পারেন বলে মত অনেকের রাজনৈতিক মহলের। আর তাই এই বিস্ফোরণে অভিযোগের তীর বিজেপির দিকে। যদিও ষষ্ঠ দফার ভোট নিয়ে আলোচনার জন্য কলকাতায় আসছেন ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন।
বৈদিক ভিলেজের কাছে রাস্তা তৈরির কাজ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে যখন রাস্তার ধারে স্টোনচিপস সরাচ্ছিলেন শ্রমিক, তখন বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকায়। বিস্ফোরণে আহত হন দু’জন শ্রমিক। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ভোটের মুখে বিস্ফোরণের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে রাজারহাটে। বিস্ফোরণের কারণ অবশ্য এখনও স্পষ্ট নয়।