সপ্তদশ লোকসভা নির্বাচনের মধ্যেই প্রচার মঞ্চ থেকে আক্রমণ প্রতি আক্রমণের তেজ তুঙ্গে। কয়েকদিন আগেই মোদী কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীকে টেনে এনেছিলেন। তা নিয়ে কম বিতর্ক হয়নি। সারা দেশে নিন্দিত হয়েছে। এইবার সেই বিতর্কে নতুন মাত্রা দিলেন কংগ্রেসের নেতা আনন্দ শর্মা।
তাঁর মতে মোদী গান্ধী পরিবার নিয়ে কটাক্ষ করেছেন, গান্ধী পরিবারের ছুটি কাটানো নিয়ে বিতর্ক তৈরি করেছেন৷ অথচ তিনি নিজেই পরিবার শব্দটির সঙ্গে পরিচিত নন৷ কারণ তাঁর কোনও পরিবার নেই৷ যদি তাঁর পরিবার থাকত, তবেই ছুটি কাটাতে যাওয়ার মর্ম বুঝতে পারতেন তিনি৷ আরও বলেন, ‘মোদী, যিনি একা একা ঘোরেন সব জায়গায়, তিনি কী করে পরিবারের সঙ্গে ঘোরার আনন্দ বুঝবেন? পরিবার সম্পর্কে তো তাঁর কোনও জ্ঞানই নেই৷’
প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তরপ্রদেশের জনসভায় দুর্নীতি প্রসঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বাবা ও প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে টেনে আনেন মোদি৷ বলেন, রাহুলের বাবা দুর্নীতিপরায়নদের মধ্যে এক নম্বর ছিলেন। সবাই তাঁকে ‘মিঃ ক্লিন’ বলে ডাকলেও দুর্নীতির তকমা গায়ে মেখেই মারা যান৷ মোদির এই মন্তব্য ভোটের মধ্যেই তুমুল সমালোচনার ঝড় ওঠে৷
আজকের কংগ্রেসের বর্ষিয়ান নেতার এই মন্তব্য রাজীব গান্ধী নিয়ে বিতর্কে অন্য মাত্রা দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মোদীর মন্তব্যের জেরে যে বিতর্কের ঝড় উঠেছে সে যেন কিছুতেই থামছে না। রোজ নতুন দিকে মোড় নিচ্ছে বিতর্কের।