ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে পঞ্চম দফার ভোট। আর বাকি মাত্র দু’দফা। এই পাঁচ দফাতেই যে বিরোধীরা পিছিয়ে পড়েছে অনেক গুণ তা জানান দিচ্ছে ভোটের হাওয়াই। জয়ের হাওয়া বইছে কুলটিতেও। উন্নয়নের জোরেই কুলটি বিধানসভা থেকে জয় আসবে তা নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল। আর কুলটিই যে জয় এনে দেবে আসানসোলেও তা বলার অপেক্ষা রাখে না।
এলাকার বাসিন্দারা বলেন, শহরের ২৮টি ওয়ার্ডে এবার উন্নয়ন বনাম মেরুকরণের ভোট হয়েছে। তৃণমূলের হাতে ছিল জল প্রকল্পের মতো উন্নয়নমূলক প্রকল্প। এই এলাকায় গ্রীষ্মের সময় এক বালতি জল নেওয়া নিয়ে সংঘর্ষ হয়েছে। কিন্তু, তৃণমূল পরিচালিত পুরসভা শহরে জল প্রকল্পের কাজ করে বাড়িতে বাড়িতে জলের পাইপলাইন দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রকল্পের কাজ শেষলগ্নে রয়েছে। এই জল প্রকল্পকে সামনে রেখেই তৃণমূল বাজিমাত করার কৌশল নিয়েছিল। বিজেপিও জল প্রকল্পের জন্য তাদের কৃতিত্ব দাবি করলেও ধোপে টেকেনি। তৃণমূলের কুলটি ব্লকের সভাপতি মহেশ্বর মুখোপাধ্যায় বলেন, এবার এই কেন্দ্র থেকে কমপক্ষে আমাদের পাঁচ থেকে সাত হাজার ভোটে লিড থাকবে।