চোটের কারণে আইপিএলের প্লে-অফে খেলতে পারেননি কেদার যাদব। শুক্রবার দিল্লী ম্যাচেও নেই কেদার। আইপিএলে ফিল্ডিংয়ের সময়ই চোটটা লেগেছিল কেদারের। যা চিন্তা বাড়িয়েছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের। যদিও আশা করা হচ্ছে কেদার সুস্থ হয়ে উঠবেন। বিশ্বকাপে যেতে পারবেন। সেকারণেই কেদারকে আইপিএলের বাকি ম্যাচে খেলানোর ঝুঁকি নেয়নি চেন্নাই।
কিন্তু চোটের জন্য কেদার যদি যেতে না পারেন। সেক্ষেত্রে কী হবে? তিনজনের নাম মাথায় রয়েছে বিসিসিআইয়ের। তাঁদের মধ্যে একজনকে পাঠানো হবে বিশ্বকাপে। যার মধ্যে প্রথম পছন্দ অম্বাতি রায়ডু। দ্বিতীয় পছন্দ উইকেটরক্ষক–ব্যাটসম্যান ঋষভ পন্থ। তৃতীয় নাম মণীশ পাণ্ডে। আচমকাই তাঁর নামটা ভেসে উঠেছে। আইপিএলে দুরন্ত ছন্দে আছেন ঋষভ। তবে বিশ্বকাপ দলে ধোনি ও কার্তিক রয়েছেন। দুটো উইকেটকিপার থাকায় ঋষভের সম্ভাবনা কম। মণীশ পাণ্ডের নাম আচমকাই ভেসে উঠেছে। ২০১৫ সালে প্রথম জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু থিতু হতে পারেননি। আইপিএলে মোটামুটি সফল। তবে কেদার যাদব যেতে না পারলে রায়ডুর সম্ভাবনাই বেশি।