সাধারণ মানুষের জন্যে কাজে মন কখনই থাকে না মোদী শিবিরের। সারা বছরই হিন্দুত্ববাদ, গো-রাজনীতি এবং রামনাম জপে সময় কাটে তাঁদের। তবে এবার এই রামপ্রীতি গিয়ে পৌঁছল এক মাত্রাছাড়া পর্যায়ে। পঞ্চম দফা ভোটের দিনই দেখা গেছিল বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় একজনকে তুইতোকারি করে রীতিমত হুমকি দিচ্ছেন ‘জয় শ্রীরাম’ বলার জন্যে। এবার জয় শ্রীরাম বলতে অনিচ্ছুক এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধোর করল বিজেপি আশ্রিত দুষ্কৃতী।
আক্রান্তের নাম অর্জুন হালদার। তেহট্টের বেতাই বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের কর্মী তিনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোজ সকালে তৃণমূলের পার্টি অফিস খোলেন অর্জুন। দিনভর পার্টি অফিসে থাকেন। রাতে দরজায় তালা ঝুলিয়ে বাড়িতে যান তিনি। তৃণমূল কর্মী অর্জুন সরকারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে যখন তিনি পার্টি অফিস বন্ধ করছিলেন, তখন বেতাই বাসস্ট্যান্ডে আসেন কয়েকজন বিজেপি সমর্থক। ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিচ্ছিলেন তাঁরা। প্রতিবাদ করেছিলেন অর্জন। তখন উলটে তাঁকেই বিজেপি সমর্থকরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বলেন অভিযোগ। যথারীতি রাজি হননি ওই তৃণমূলকর্মী। আক্রান্তের দাবি, তাঁকে বেধড়ক মারধর করেছেন বিজেপি সমর্থকরা।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তেহট্ট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ পোদ্দার। আর বিজেপির নদিয়া জেলার সহ-সভাপতি অর্জুন বিশ্বাসের পালটা প্রশ্ন, ‘ ‘জয় শ্রীরাম’ বলা কি অপরাধ? বিজেপি সমর্থকদেরই বা কেন প্রতিবাদের মুখে পড়তে হবে?’বারবার সন্ত্রাস জারি করে বিজেপি নিজেদের নীচতাকেই যে প্রকাশ করছে তা অস্বীকার করার কোনও জায়গা নেই।