লোকসভা নির্বাচনের শেষ লগ্নে এসে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশবাসীর কাছে আহ্বান জানাল যে ভেবেচিন্তে ভোট দিতে। তিনি দেশবাসীকে মনে করিয়ে দিলেন যে লোকসভা নির্বাচন জিতে মোদী যদি ক্ষমতায় আসেন তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব যাবে অমিত শাহের হাতে।
শুক্রবার টুইটারে কেজরিওয়াল পোস্ট করেছেন, ‘নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হবেন। যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হন, তার কী অবস্থা হতে পারে? এটা ভাবুন এবং তারপরে ভোট দিন।’
এর আগেও এই একই কথা তিনি বলেছেন। গত এপ্রিলে দক্ষিণ গোয়ার মারগাঁও শহরের এক জনসভায় কেজরি বলেছিলেন, ‘একটি বিপজ্জনক খেলা চলেছে। ভোট দিতে যাওয়ার আগে তা মাথায় রাখতে হবে আপনাদের। সবাই বলছে, যদি মোদী ফের প্রধানমন্ত্রী হন তাহলে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হবেন।’ সম্প্রতি হরিয়ানাতে লোকসভা নির্বাচনী প্রচারে মোদীকে ‘ভুয়ো জাতীয়তাবাদী’ বলে কটাক্ষ করে তাঁর বিরুদ্ধে তীব্র আক্রমণ করে কেজরিওয়াল বলেছেন, ‘কয়েক দিন আগে, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চেয়ে বার্তা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান ওঁর জন্য ভোট চাইছেন। গত ৭০ বছরে এই প্রথম কোনও পাকিস্তানি প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর সমর্থনে প্রচার করেছেন।’