আবারও পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি। মধ্যস্থতাকারী কমিটির আবেদনের ভিত্তিতে আরও তিন মাস অযোধ্যা মামলার শুনানি পিছিয়ে দিল দেশের শীর্ষ আদালত। অর্থাৎ আগামী ১৫ আগস্ট পর্যন্ত সময় পেলেন মধ্যস্থতাকারী কমিটি। এর মধ্যে মধ্যস্থতার মাধ্যমে অযোধ্যা মামলার রফাসূত্র বের করতে হবে ওই কমিটিকে।
শুক্রবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ জানায়, ‘মধ্যস্থতাকারীদের কমিটি আরও সময় চেয়েছেন। তাই আমরা তাঁদের সেই সময় প্রদান করছি।’ এদিন সকালে মাত্র ছ’মিনিটেই শেষ হয়ে যায় দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্কিত এই অযোধ্যা মামলার শুনানি। শুনানির শুরুতেই আদালত জানায়, ‘মধ্যস্থতাকারীদের কমিটি জমি বিবাদ মেটানোর পক্ষে আশাবাদী।’ তবে শুনানির সময় প্রধান বিচারপতি এটাও জানিয়ে দেন, ‘বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় মধ্যস্থতাকারী কমিটির কাজের অগ্রগতি সম্পর্কে এখন কিছুই জানানো যাবে না।’
এর আগে গত ৮ মার্চ শুনানিতে অযোধ্যা মামলায় জমি বিবাদ মেটাতে একটি মধ্যস্থতাকারী কমিটি নিয়োগ করেছিল সুপ্রিম কোর্ট। আলোচনার মাধ্যমেই দীর্ঘদিন ধরে চলে আসা এই বিবাদ মেটাতে চাইছে আদালত। আর তাই ওই শুনানিতে তিন সদস্যের মধ্যস্থতাকারী কমিটি তৈরি করে দিয়েছিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। এই কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতি খলিফুল্লাকে। কমিটির বাকি দুই সদস্য হলেন ধর্মগুরু শ্রী শ্রী রবিশংকর এবং আইনজীবী শ্রীরাম পঞ্চু। মধ্যস্থতাকারী এই কমিটি এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করে দিয়েছিল। তবে পুরো কাজ শেষ করার জন্য ৮ সপ্তাহের সময়সীমা ধার্য করা হলেও, এদিন আদালতে আরও কিছুটা সময় চেয়ে নেয় এই কমিটি।