ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে পঞ্চম দফার ভোট। আর বাকি মাত্র দু’দফা। ষষ্ঠ দফার ভোটে নির্বাচনের দায়িত্ব পাচ্ছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই কলকাতা পুলিশের কর্মীদের পূর্ব মেদিনীপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে ভোট পরিচালনা করার দায়িত্বে থাকবেন তাঁরা।
পূর্ব মেদিনীপুরে রাজ্য পুলিসের পাশাপাশি কলকাতা পুলিসও নিরাপত্তার দায়িত্বে থাকছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে মাওবাদী প্রভাবিত এলাকায়। রাজ্যের বাকি সাতটি লোকসভা কেন্দ্রে ৭৩.৩ শতাংশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আর আটটি লোকসভা কেন্দ্রে থাকবে ৬৮৩ কোম্পানি বাহিনী। যদিও প্রথমে ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করেছিল কমিশন।
উল্লেখ্য, আগামী ১২ তারিখ কাথি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, পুরুলিয়া, তমলুক, ঘাটাল, মেদিনীপুর কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। রাজ্য পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। এর মধ্যে মাওবাদী প্রভাবিত এলাকায় ১০০ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী।