ফিরতে হয়ত লাগল তিন বছর। তবে তাতে কি!তিনি রজার ফেডেরার। সব অসম্ভব সম্ভব হয়ে যায় তার কাছে। তিন বছর পর ক্লে কোর্টে ফিরে এসে জয় দিয়ে শুরু করলেন রজার ফেডেরার। বুধবার মাদ্রিদ ওপেনে তিনি ৬-২, ৬-৩ সেটে হারালেন রিচার্ড গ্যাসকোয়েটকে।
২০ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন ফেডেরার দ্বিতীয় রাউন্ডে গ্যাসকোয়েটকে হারাতে ৫২ মিনিট সময় নেন। এদিন জয়ের পর ফেডেরার বলেন, ‘দীর্ঘদিন পর ক্লে কোর্টে ভালো শুরু করতে পারলাম বলে বেশ ভালো লাগছে।’ তিনবার মাদ্রিদ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন রজার ফেডেরার। তিন বছর আগে ২০১৬ সালের ১২ মে রোমে ক্লে কোর্ট টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে ডমিনিক থিয়েমের কাছে হেরেছিলেন ফেডেরার। ওটাই তাঁর শেষ ক্লে কোর্ট টুর্নামেন্ট ছিল। তারপর দুটি পুরো মরশুম গ্রাস কোর্ট টেনিসের দিকে বেশি ফোকাস করেছিলেন সুইস খেলোয়াড়।
মহিলা সিঙ্গলসে শীর্ষ বাছাই নাওমি ওসাকা ৭-৬ (৭/৫), ৩-৬, ৬-০ সেটে হারালেন স্পেনের সারা সরিবেস টরমোকে। শেষ দুটি গ্র্যান্ডস্ল্যামে জিতেছেন জাপানের ওসাকা। তৃতীয় বাছাই ও দু’বারের মাদ্রিদ ওপেন চ্যাম্পিয়ন সিমোনা হালেপ দ্বিতীয় রাউন্ডে ৭-৫, ৬-১ সেটে হারালেন জোহানা কন্টাকে।
অন্যদিকে বুধবার মাদ্রিদে বিশ্বের একনম্বর নোভাক ডকোভিচ ৬-৪, ৬-২ সেটে হারালেন আমেরিকার টেলর ফ্রিৎজকে। ডকোভিচ প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন। এর আগে ২০১১ ও ২০১৬ সালে ডকোভিচ মাদ্রিদে খেতাব জিতেছিলেন। আগামী মাসে হবে ফরাসি ওপেন। টানা চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম ট্রফি জয়ের দিকে চোখ সার্বিয়ান খেলোয়াড়ের। মারিন সিলিচ ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে হারালেন জার্মানির জান-লেনার্ড স্টার্ফকে। ২০১৮ সালের ফাইনালিস্ট ডমিনিক থিয়েম এগলেন রেইলি ওপেলকাকে ৬-৭ (২/৭), ৬-৩, ১-০ সেটে হারিয়ে। ডেভিড ফেরার এই টুর্নামেন্টের পরই অবসর ঘোষণা করবেন। তিনি এদিন ৬-৪, ৪-৬, ৬-৪ সেটে হারান রবার্তো বাতিস্তা আগুটকে। স্ট্যান ওয়ারিঙ্কা ৬-২, ৬-৩ সেটে হারবার্টকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন। সুইস খেলোয়াড় পরের রাউন্ডে খেলবেন আর্জেন্তিনার গুইডো পেল্লার বিরুদ্ধে। দশম বাছাই ফ্যাবিও ফগনিনি ৬-৪, ৬-৩ সেটে হারালেন কাইল এডমুন্ডকে।