লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার অন্যতম কেন্দ্রবিন্দু হল ভোপাল লোকসভা কেন্দ্র। বেশ কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে এই কেন্দ্র। এই কেন্দ্র থেকে লড়ছেন বিজেপি প্রার্থী মালগাঁও বিস্ফোরণের অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ও কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিং। নিজের কেন্দ্রে ভোট হয়ে গেলেও সাধ্বী প্রজ্ঞার প্রচারে এসেছিলেন স্মৃতি। কিন্তু সেখানে এসে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের সমালোচনা করতে গিয়ে নিজেই বিপাকে পড়লেন।
গত বুধবার ভোপাল থেকে ২০০ কিলোমিটার দূরে অশোকনগরে একটি জনসভায় বক্তৃতা রাখছিলেন স্মৃতি। আর সেখানেই উপস্থিত জনগণকে তিনি জিজ্ঞাসা করেন, ‘কংগ্রেস কৃষকদের ঋণ মকুবের কথা বলেছিল, সেই ঋণ কী মকুব হয়েছে?’ স্মৃতি হয়ত আশা করেছিলেন, সবাই ‘না’ বলবে। আর তিনি সেই ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ শানাবেন। কিন্তু তাঁকে চমকে দিয়ে উপস্থিত জনতা জানিয়ে দেয়, ‘হ্যাঁ, ঋণমকুব হয়েছে।’
আর তাতেই বিড়ম্বনায় পড়ে যান স্মৃতি ইরানি। এরপর মধ্যপ্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে ঘটনার ভিডিওটি পোস্টও করা হয়। সঙ্গে লেখা হয়, ‘এবার মানুষও ওদের মিথ্যেটা ধরিয়ে দিচ্ছে।’ একাধিবার বিজেপি নেতৃত্ব প্রচারে গিয়ে জনগণের এহেন প্রশ্নের মুখে অস্বস্তিতে পড়ে যাচ্ছেন।