মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের স্মৃতি শক্তি নাকি ধীরে ধীরে লোপ পাচ্ছে। সঙ্গে সঙ্গে হ্রাস পেয়েছে দৃষ্টি শক্তি ও শ্রবন শক্তিও। এমনই দাবি করছে কংগ্রেস। শুধু দাবি নয় তাঁর প্রতিকারেরও উপায় বাতলে দিয়েছেন তাঁরা। চ্যবনপ্রাশ, চোখের ড্রপ ও হিয়ারিং এইড পাঠালেন কংগ্রেস কর্মীরা। তাঁদের দাবি কমলনাথ সরকারের নীতি সম্পর্কে মিথ্যা কথা রটাচ্ছেন শিবরাজ সিং চৌহান।
স্থানীয় কংগ্রেস নেতা নরেন্দ্র সালুজার অভিযোগ, ‘কংগ্রেস সরকারের নীতি সম্পর্কে রাজ্যবাসীকে মিথ্যা কথা বলছেন শিবরাজ। মনে হচ্ছে তাঁর স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি হ্রাস পেয়েছে।’ সালুজার দাবি, কংগ্রেস সরকারের জনদরদী নীতিগুলি মেনে নিতে পারছেন না প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ওঁর সঙ্গে দেখা করে ঋণ মকুব হওয়া ২১ লক্ষ কৃষকের নামের তালিকা দিয়ে এসেছি। তবু তিনি বলছেন, কৃষক ঋণ মকুব করা হয়নি। একই ভাবে, বিদ্যুতের আলোয় আলোকিত এলাকায় উনি লণ্ঠন কাঁধে মিছিল করে হাজির হচ্ছেন।’ এইভাবেই কটাক্ষ করে কংগ্রেস লোকসভা নির্বাচনের আসরে অন্য এক মাত্রা যোগ করল।