লোকসভা নির্বাচন যতই এগিয়ে চলেছে লাগামহীন হয়ে পড়ছে বিজেপি নেতৃত্ব। শুধু কথায় নয়, আচরণেও কুরুচিকতা স্পষ্ট। কটূক্তি নয়, তাতেও যে তাঁদের কোনো অনুশোচনা নেই সেটাও বোঝা যায় তাঁদের পরবর্তী আচরণে। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে করা কটূক্তি নিয়ে লজ্জিত নন দক্ষিণ দিল্লির বিজেপি প্রার্থী রমেশ বিধুরি। বৃহস্পতিবার নিজের মন্তব্যের সাফাইয়ে তিনি বলেছেন, ওই মন্তব্য নিয়ে তিনি মোটেও লজ্জিত বা দুঃখিত নন। প্রয়োজনে আবারও একই কথা বলবেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার মেহরুলিতে একটি জনসভা কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং–এর উপস্থিতিতেই বিধুরি আপ সুপ্রিমোকে ‘যৌনকর্মীদের দালাল’ বলে মন্তব্য করেছিলেন। তাঁর সেই উক্তিকেই সমর্থন করে বৃহস্পতিবার বিধুরি বলেন, ‘আমি আবারও একই কথা বলব। যদি আপনি গরুকে গরু, ইঁদুরকে ইঁদুর না বলেন, তাহলে আর কি নামে ডাকবেন তাদের?’ ওই ধরনের অপমানজনক উক্তিতেই থেমে থাকেননি বিধুরি। তিনি আরও বলেছিলেন, ‘নিজের সন্তানদের নামে কংগ্রেসের সঙ্গে হাত না মেলানোর প্রতিজ্ঞা করেও গত ছয় মাস ধরে শীলা দীক্ষিতের পা চেটেছেন কেজরিওয়াল।’
আর এমন মন্তব্য করেও তাঁদের মধ্যে কোনো অনুশোচনা বা পরিবর্তনের লক্ষণ নেই। তা বৃহস্পতিবার রমেশ বিধুরির সাফাইয়ে করা মন্তব্য থেকে স্পষ্ট।