সপ্তদশ লোকসভা নির্বাচনের মধ্যেই প্রচার মঞ্চ থেকে আক্রমণ প্রতি আক্রমণের তেজ তুঙ্গে। কয়েকদিন আগেই মোদী কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীকে টেনে এনেছিলেন। এই বিরূপ মন্তব্যের জন্য এবার দলের মধ্যেই সমালোচিত হলেন নরেন্দ্র মোদী৷ বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভি শ্রীনিবাস প্রসাদ এই নিয়ে মুখ খুললেন৷ তাঁর কথায়, রাজীব গান্ধীকে নিয়ে নরেন্দ্র মোদীর ওই মন্তব্য করা উচিত হয়নি৷
তিনি মোদীর এই মন্তব্যকে তীব্র সমালোচনা করে বলেন, বলেন, ‘বোফর্স দুর্নীতি নিয়ে রাজীবের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা গ্রহণযোগ্য নয়৷ রাজীব গান্ধীকে নিয়ে মোদী যা বলেছেন তা একেবারেই বলা উচিত হয়নি৷ কোনও প্রয়োজন ছিল না তাঁর নাম টেনে আনার৷ রাজীব গান্ধী দুর্নীতির অভিযোগ গায়ে নিয়ে মারা যাননি৷ এলটিটিই পরিকল্পনা করে রাজীব গান্ধীকে হত্যা করে৷ অটল বিহারী বাজপেয়ীর মতো প্রবাদপ্রতিম নেতারাও রাজীব সম্পর্কে উচ্চ প্রশংসা করে গিয়েছেন৷ উনি খুব ছোট বয়সেই বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন৷’
প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তরপ্রদেশের জনসভায় দুর্নীতি প্রসঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বাবা ও প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে টেনে আনেন মোদি৷ বলেন, রাহুলের বাবা দুর্নীতিপরায়নদের মধ্যে এক নম্বর ছিলেন। সবাই তাঁকে ‘মিঃ ক্লিন’ বলে ডাকলেও দুর্নীতির তকমা গায়ে মেখেই মারা যান৷ মোদির এই মন্তব্য ভোটের মধ্যেই তুমুল সমালোচনার ঝড় ওঠে৷
সেই সমালোচনা দলে এইবার নিজের দলেরই নেতার এই বক্তব্য খুবই উল্লেখযোগ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মোদীর এই মন্তব্যের জন্য দলের মধ্যেই যে তিনি কিছুটা হলেও অস্বস্তিকর পরিবেশে আছে তা এইদিন শ্রীনিবাস প্রসাদের কথা থেকেই স্পষ্ট।