পুরুলিয়ায় মোদীর সভা ঘিরে দেখা দিল চরম বিশৃঙ্খলা।
বৃহস্পতিবার পুরুলিয়াতে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে সভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সভা শুরুর আগেই চরম বিশৃঙ্খলা শুরু হয় মোদীর সভাজুড়ে। বিজেপি কর্মী সর্থকদের মধ্যে চেয়ার, জলের বোতল ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। কার্যত মাঠজুড়ে মোদীর সভায় কর্মীদের মধ্যে ব্যাপক ধ্বস্তাধস্তি বেঁধে যায়।
ধ্বস্তাধস্তির মধ্যে পড়ে গিয়ে আহত হয়েছেন কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক। এমনকী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের লক্ষ্য করে জলের বোতলও ছোঁড়া হয় বলেও অভিযোগ।
প্রায় ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে পুরুলিয়ার তাপমাত্রা। হু হু করে ক্রমশ বাড়ছে উত্তাপ। এই পরিস্থিতিতে পুরুলিয়ার মাঠে সভা করতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভাস্থলে ছাউনির ব্যবস্থা করা হয়েছে। সেখানে বেশ কিছু চেয়ারও রাখা হয়েছিল কর্মী সমর্থকদের বসার জন্য। সভায় উপস্থিত সকল কর্মী সমর্থকরাই ছাউনির নীচে আসার চেষ্টা করেন। তা নিয়েই শুরু হয় বিশৃঙ্খলা।
শুরু হয়ে যায় চেয়ারর ছোঁড়াছুড়ি। কর্মীদের জন্যে জলের ব্যবস্থা করা হয়েছিল। সেই জলের প্যাকেট ছোঁড়াছুড়ি শুরু হয়। একে-অপরকে লক্ষ্য করে চলে এই হুড়োহুড়ি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে মঞ্চ থেকে বারবার কর্মীদের শান্ত থাকার জন্যে ঘোষণা করা হয়। কিন্তু কে কার কথা শোনে! পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে জনতা আরও ক্ষেপে যায়। পুলিশকে লক্ষ্য করেও চলতে থাকে ছোঁড়াছুঁড়ি। কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
প্রসঙ্গত, এর আগেও মোদীর সভা ঘিরে এমন বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছে। মোদীর বনগাঁর সভায় এতটাই বিশৃঙ্খলা তৈরি হয় যে দ্রুত বক্তব্য শেষ করে চলে যেতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এরপর আবার পুরুলিয়ায় মোদীর সভায় সেই বিশঙ্খলার ছবি দেখা গেল। প্রধানমন্ত্রী মোদী নিজেই সভাস্থল শান্ত করতে ব্যর্থ হলেন।