মোদীর ‘আচ্ছে দিন’ গত পাঁচ বছরে দেখতে পাননি দীপক গুপ্তা। আর অভাবে জর্জরিত হয়ে তিন সন্তানকে বিষ খাইয়ে নিজেও আত্মঘাতী হলেন তিনি। ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য দেখা দিয়েছে। কিন্তু এই ঘটনার অন্য এক তাৎপর্য আছে। ঘটনাটি ঘটেছে বারাণসী শহরের গীতা মন্দির এলাকায়।
লোকসভা নির্বাচনে এই বারাণসী শহর অন্যতম উল্লেখ্যযোগ্য ও গুরুত্বপূর্ণ কেন্দ্র। নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র হল বারণসী৷ গত লোকসভা নির্বাচনে তিনি উত্তর প্রদেশের এই কেন্দ্র থেকে নির্বাচিত হন৷ এবারও বারাণসী থেকেই দাঁড়িয়েছেন মোদী৷ ১৯ মে এই কেন্দ্রে নির্বাচনের আগে এ নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব বাড়ল৷
উল্লেখ্য, নির্বাচনের মাঝেই গঙ্গা তীরবর্তী প্রাচীন শহরের গীতা মন্দির এলাকার বাসিন্দা দীপক গুপ্তা দৈন্যে জর্জরিত৷ কোনও উপায় না দেখে তিনি তিন কন্যা সন্তানকে বিষ খাইয়ে মেরে নিজেও আত্মঘাতী হয়েছেন৷ তাঁর মৃত তিন কন্যার বয়স ৯, ৭ এবং ৫ বছর৷ জানা গিয়েছে, ঘরে স্ত্রী ছিলেন না৷ আর্থিক অনটনের কারণে সাংসারিক অশান্তি লেগেই ছিল৷ সম্প্রতি ঝগড়ার কারণে স্ত্রী চলে গিয়েছিলেন বাপের বাড়িতে৷ তবে মেয়েদের জোর করেই রেখে দিয়েছিলেন দীপক গুপ্তা৷ কিন্তু অর্থের জোগাড় করতে না পেরে অবশেষে চরম সিদ্ধান্ত নেন৷ বিষ নিয়ে এসে তিন কন্যাকে খাইয়ে দেন দীপক৷ এদিকে এই মৃত্যুর খবরে বারাণসীতে ছড়িয়েছে চাঞ্চল্য৷ বিরোধীদের দাবি, উন্নয়নের কথা বললেও আসলে দেশের অভ্যন্তরে বিভেদ যেমন বাড়ছে তেমনই বেড়েছে বেরোজগারি৷