গত ১১ এপ্রিল থেকে থেকে দেশ জুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। তাই প্রতিদিন যেমন চড়ছে তাপমাত্রার পারদ, তেমনি বাড়ছে ভোটের উত্তাপও। দিন কতক ধরেই প্রচণ্ড দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ৷ পঞ্চম দফায় ভোট শেষ হয়েছে৷ রাজ্যে এখনও বাকি দু’দফার ভোট৷ গরমের কথা মাথায় রেখে পরবর্তী ভোটে নির্বাচন কমিশনের নতুন পদক্ষেপ৷ ভোটের দিনগুলোতে প্রতিটি বুথে থাকবে পানীয় জলের ব্যবস্থা৷ ইতিমধ্যেই ওই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷
প্রসঙ্গত, আগামী ১২ মে ষষ্ঠ দফায় রাজ্যে ৮টি আসনে ভোট গ্রহণ হবে৷ এগুলো হল ঘাটাল, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাকুড়া,মেদিনীপুর, পুরুলিয়া, তমলুক ও কাঁথি লোকসভা আসনে এবং ১৯ মে সপ্তম দফায় অর্থাৎ শেষ দফায় ভোট হবে দমদম, বারাসাত, বসিরহাট, যাদবপুর,কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর,জয়নগর,মথুরাপুর ও ডায়মন্ড হারবার এ ৯টি লোকসভা কেন্দ্র৷ কমিশন সূত্রে খবর, ওই লোকসভা আসনগুলোতে প্রতিটি বুথে ভোটের দিন পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা থাকবে৷
শুধু তাই নয়। পানীয় জল ছাড়াও বুথের সামনে রোদ থেকে বাঁচতে শেড বানানোরও নির্দেশ দেওয়া হয়েছে। গরমের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত৷ উল্লেখ্য, পঞ্চম দফায় ভোটে অনেক ভোটার ভোট কেন্দ্রে ভোট দিতে এসে পানীয় জলের অভাব নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। এরপরই কমিশন বিষয়টি নিয়ে তৎপর হয়৷ ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে যাতে ভোটার বা ভোট কর্মীদের কোনও অসুবিধা না হয়, তার জন্য পানীয় জলের ব্যবস্থার কথা জানায় নির্বাচন কমিশন। এর পাশাপাশি বুথে মেডিক্যাল কিটও রাখতে বলা হয়েছে বলে খবর।