সপ্তদশ নির্বাচনের মধ্যেই আরও একবার ধাক্কা খেলেন নরেন্দ্র মোদী। ‘আইএনএস বিরাট’কে টেনে এনে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উদ্দেশ্যে মোদীর মন্তব্য যে সম্পূর্ণ মিথ্যা তা প্রমাণিত হল। বৃহস্পতিবার ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন প্রধান অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল এল রামদাস জানিয়ে দিলেন প্রচার সভামঞ্চ থেকে মোদীর করা অভিযোগ অসত্য।
প্রসঙ্গত, মোদীর অভিযোগ ছিল, ‘ব্যক্তিগত হলিডে ট্রিপ’-এ ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস বিরাট ব্যবহার করেছেন রাজীব গান্ধী। মোদীর কথা অনুযায়ী, ১৯৮৭-র ডিসেম্বরে রাজীব গান্ধী তাঁর বন্ধুবান্ধব ও ইতালীয় শাশুড়ি মাকে নিয়ে আইএনএস বিরাটে ছুটি কাটিয়েছেন।
এই তথ্য যে ঠিক নয় সে কথাই জানিয়ে দিলেন ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন প্রধান অ্যাডমিরাল। তাঁর কথায়, গান্ধী পরিবারের ব্যক্তিগত ব্যবহারের জন্য কখনও নৌবাহিনীর যুদ্ধজাহাজ দেওয়া হয়নি। শুধু তাই নয়। আইএএস বিরাটের যে ছবি দেখিয়ে মোদী এই দাবি করেন, সেই ছবিটি কখন তোলা হয়েছিল, তা-ও জানিয়েছেন এল রামদাস। প্রাক্তন নৌপ্রধানের কথা অনুযায়ী, ১৯৮৭ সালের ডিসেম্বরে তিনি প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্য একটি সান্ধ্যভোজের আয়োজন করেছিলেন। ছবিটি সেইসময় তোলা।
শুধু তিনি একা নন। নরেন্দ্র মোদীর বক্তব্য নস্যাত্ করে দিয়েছেন আইএনএস বিরাটের প্রাক্তন কম্যান্ডিং অফিসার ভাইস অ্যাডমিরাল বিনোদ পাসরিচাও। তাঁর কথায়, রাজীব গান্ধী ব্যক্তিগত ট্যাক্সির মতো কখনও নৌবাহিনীর জাহাজ ব্যবহার করেননি। তিনি আরও বলেন যে সরকারি কাজে রাজীব গান্ধী সেসময় লাক্ষাদ্বীপে গিয়েছিলেন। পরিবার নিয়ে ছুটি কাটাতে নয়। আইল্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটির সঙ্গে তাঁর বৈঠক ছিল। রাজীবের সঙ্গী ছিলেন স্ত্রী সনিয়া গান্ধী, ছেলে রাহুল ও সস্ত্রীক আইএএস অফিসাররা। তিনি জোরের সঙ্গে জানান, এর বাইরে আর কেউ ছিলেন না।