বুধবার ডায়মন্ডহারবার-২ ব্লকের পাতড়া পঞ্চায়েত এলাকায় কর্মীসম্মেলন করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম৷ ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই সম্মেলন হয়েছিল৷
সভামঞ্চ থেকে মোদীকে ‘বাতিল প্রধানমন্ত্রী’ বলে তোপ দাগলেন ফিরহাদ৷ রাম নাম নিয়ে বিজেপির ঘৃণ্য রাজনীতির বিরোধিতা করে মেয়র বলেন, ‘ধর্ম নিয়ে বিজেপির রাজনীতি৷ সেই রাজনীতিতে মরছে সাধারণ মানুষ৷ বাংলায় এই কৃষ্টি ছিল না৷ কিন্তু বিজেপি অশান্তি পাকানোর চেষ্টা করছে৷ ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে৷ কিন্তু বিজেপি সফল হবে না৷”
সভা থেকে অভিষেককে পুনরায় জয়ী করার আহ্বান জানিয়ে হাকিম বলেন, ” অভিষেক এখানকার পাঁচ বছরের সাংসদ ছিলেন৷ গত পাঁচ বছরে প্রচুর উন্নয়ন করেছেন৷ যাবতীয় সমস্যা মিটিয়েছেন”৷ হাকিম এরপর উস্তির মশাট বাজারেও একটি সভা করেন৷