সপ্তদশ লোকসভা নির্বাচনের মধ্যেই প্রচার মঞ্চ থেকে আক্রমণ প্রতি আক্রমণের তেজ তুঙ্গে। কয়েকদিন আগেই মোদী কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীকে টেনে এনেছিলেন। তা নিয়ে কম বিতর্ক হয়নি। সারা দেশে নিন্দিত হয়েছে। এইবার সেই বিতর্কে নতুন মাত্রা দিলেন কংগ্রেসের নেতা আহমেদ প্যাটেল। তিনি এক বিস্ফোরক অভিযোগ আনে বিজেপির বিরুদ্ধে। প্যাটেলের অভিযোগ, বিজেপিই এমন একটা ঘৃণার পরিবেশ তৈরি করেছিল, যার জেরে হত্যা করা হয় রাজীবকে।
প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্যের সমালোচনা করে টুইটে প্যাটেলের প্রশ্ন, ‘একজন শহিদ প্রধানমন্ত্রীকে হেনস্থা করাটা চরম কাপুরুষতার নিদর্শন। কিন্তু তাঁর হত্যার জন্য দায়ী কে?’ এরপরই তিনি তাঁর বক্তব্যের সাপেক্ষে যুক্তি দিয়ে বলেন যে ভিপি সিং-এর সরকারকে সমর্থন দিয়েছিল বিজেপি। সেই সরকারই রাজীব গান্ধীকে বাড়তি নিরাপত্তা দিতে অস্বীকার করেছিল। তাঁর প্রাণহানির ঝুঁকি রয়েছে, নির্ভরযোগ্য গোয়েন্দাসূত্রে এমন খবর থাকা সত্ত্বেও তাঁকে মাত্র একজন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক দেওয়া হয়েছিল।
প্যাটেলের অভিযোগ, বারবার রাজীবকে বাড়তি নিরাপত্তা রক্ষী দেওয়ার অনুরোধ করা হলেও তা খারিজ করে দেয় ভিপি সিং-এর সরকার। কংগ্রেস নেতার দাবি, বিজেপির ঘৃণার জন্য রাজীবকে প্রাণ দিতে হয়েছিল। এরপরই নতুন করে রাজীব গান্ধী নিয়ে বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠল। জাতীয় রাজনীতিতে এক চাঞ্চল্য তৈরি হয়েছে।