বার্সেলোনার বিপক্ষে লিভারপুলের অবিশ্বাস্য জয়ের রেশ কাটতে না কাটতে আরেকটি শ্বাসরুদ্ধকর লড়াইয়ের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। প্রতিপক্ষের মাঠ থেকে জিতে আসা আয়াখস ফিরতি পর্বের প্রথমার্ধেই জোড়া গোল করে বসে, কোণঠাসা হয়ে পড়ে টটেনহ্যাম হটস্পার। ওখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। লুকাস মউরার হ্যাটট্রিকে অসাধারণ এক জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ওঠে ইংলিশ ক্লাবটি।
প্রথম পর্বে টটেনহ্যামকে ১-০ হারিয়েছিল আয়াখস। বুধবার রাতে ঘরের মাঠে ম্যাচের পাঁচ মিনিটের মধ্যেই গোল করে তাদের এগিয়ে দেন দে লিখ্ত। ৩৫ মিনিটে আয়াখসের হয়ে দ্বিতীয় গোল করেন হাকিম। কিন্তু দ্বিতীয়ার্ধে নাটকীয় ভাবে ঘুরে দাঁড়ায় টটেনহ্যাম। ৫৫ মিনিটে গোল করে ব্যবধান কমান লুকাস মৌরা। চার মিনিট পরে তিনি-ই সমতা ফেরান। সংযুক্ত সময়ে হ্যাটট্রিক করে টটেনহ্যামের ফাইনাল খেলা নিশ্চিত করেন লুকাস। ফাইনালে টটেনহ্যামের প্রতিপক্ষ লিভারপুল।
বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবলের পরিকল্পনায় নামা আয়াখস ম্যাচের পঞ্চম মিনিটেই গোল আদায় করে নেয়। হতে পারতো আগের মিনিটেই। দুসান তাদিচের নিচু শট ইংলিশ ডিফেন্ডার কিরান ট্রিপিয়ারের পায়ে লেগে উঁচু হয়ে জালে ঢুকতে যাচ্ছিল। ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক উগো লরিস। ওই কর্নারেই দারুণ হেডে দলকে এগিয়ে দেন মাতাইস দি লিট।
এ দিকে, প্রবল কটাক্ষের মুখে লিভারপুলের প্রাক্তন মহাতারকা মাইকেল আওয়েন। দোষের মধ্যে তিনি ম্যাচের আগে বলেছিলেন, ম্যাচটা মেসিরা জিতবে। লিভারপুল জেতার পরে টুইটারে অসংখ্য মানুষ লিখলেন, ‘‘লোকটা আসলে জোকার। বিশ্বফুটবলে এত খারাপ পণ্ডিত দেখা যায়নি।’’