‘গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও মোদি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন। কিন্তু আপনারা তোতাপাখির ভোঁতা বুলিতে কান দেবেন না।’ বুধবার তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে ডেবরার সভা থেকে এভাবেই নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ষষ্ঠ দফায় ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ৷তার আগে বুধবার ডেবরায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রচার সভায় বক্তৃতার সিংহভাগ জুড়েই আক্রমণের নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশের বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা। এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মোদির নেতৃত্বে ফ্যাসিস্ট সরকার চলছে দেশে৷ জরুরি অবস্থা চলছে৷ সবাই ভয়ে চুপসে আছে৷ কাউকে না কাউকে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হয়৷ সেটাই করে দেখিয়েছে বাংলা৷ মোদিকে ভয় পায় না বাংলা৷’
বাংলাতে ভোট পাওয়ার জন্যে মোদী আসলে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। মমতার কথায়, ‘বিরোধিতা করলেই ইডি-সিবিআই পাঠাচ্ছে।’ সেইসঙ্গে ‘জয় শ্রীরাম’ প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দেন, ‘কাকে আমি গুরু মানব, সেটা আমার নিজস্ব ব্যাপার। তোমার কথায় আমি চলব না।’
প্রতিবছর বর্ষাতেই প্লাবনের আশঙ্কায় ভোগেন ঘাটালের বাসিন্দারা৷ সেই সমস্যা সমাধানেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উন্নয়নের লক্ষ্যে সাংসদ হিসাবে আবারও তৃণমূলের তারকা প্রার্থী দেবকে বেছে নেওয়ার আর্জি জানান তিনি৷