কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই গরমে নাজেহাল হয়ে পড়ছে সবাই। সব থেকে কষ্ট শিশুদের। তাই তাঁদের কথা মাথায় রেখেই কলকাতা পুরসভার স্কুলগুলিকে ছুটি ঘোষণা করা হল। জানা গিয়েছে, ২৭ মে ছুটি পড়ার কথা ছিল ওই স্কুলগুলিতে। কিন্তু অতিরিক্ত গরমের কারণেই এই সিদ্ধান্ত।
সাধারণত মে মাসের মাঝের দিকে গ্রীষ্মের ছুটি পড়ে স্কুলে৷ কিন্তু ফণীর আশঙ্কায় এবছর মে মাসের শুরুতেই সরকারি স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়৷ প্রয়োজনে শেষের দিক থেকে ছুটি কমিয়ে নেওয়া হবে বলেও জানায় শিক্ষাদপ্তর৷ শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন জানান, শুধু পড়ুয়ারাই নন, ৩০ জুন পর্যন্ত ছুটিতে শিক্ষক, শিক্ষিকাদেরও স্কুলে আসতে হবে না৷ কিন্তু এই নির্দেশিকা ছিল সরকারি স্কুলের জন্য।
তবে বুধবার থেকে ছুটি ঘোষণা করা হল কলকাতা পুরসভার স্কুলগুলিতেও। সূত্রের খবর, আগামী ২৭ শে মে থেকে ছুটি পড়ার কথা ছিল ওই স্কুলগুলিতে। জানা গিয়েছে, অতিরিক্ত গরমের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ নির্ধারিত সময়ের প্রায় ২০ দিন আগে ছুটি দেওয়া হল স্কুল। তারফলে কিছুটা হলেও স্বস্তি পেল পড়ুয়ারা। গরমের দাবানল কমলে পুনরায় স্কুলমুখী হবে তাঁরা।