গত পাঁচ বছরে মোদী সরকার সাধারণ মানুষদের জন্য কোন প্রতিশ্রুতিগুলি রেখেছেন? এমন প্রশ্নে হোঁচট খেয়েছে অনেক বিজেপি নেতা-নেত্রীই। এইবার সেই একই পরিস্থিতির সামনে পড়তে হল বিজেপির স্টার প্রচারক অভিনেতা অনুপম খেরকে। তাঁর স্ত্রী কিরণ খের বিজেপির হয়ে ভোটে লড়ছেন। তাঁর হয়ে প্রচারে বেরিয়েই একের পর এক অস্বস্তিকর পরিবেশে পড়তে হচ্ছে তাঁকে। ঢোল বাজিয়ে চণ্ডীগড়ের দোরে দোরে ঘুরছিলেন তিনি। কিন্তু বিপত্তি হল, একটা দোকানে ঢুকে।
কেন? অনুপম খের দোকানে ঢুকতেই দোকানদার ২০১৪ সালের বিজেপি ইস্তাহার বের করে আনেন। তার পর অনুপমকে দেখিয়ে প্রশ্ন করেন, এর মধ্যে থেকে নরেন্দ্র মোদী কী কী করে দেখিয়েছেন, একটু বলবেন স্যার! ভোট চাইতে গিয়ে এমন বিড়ম্বনা বুঝি হয়নি কখনও অনুপমের। দোকানদার যখন প্রশ্ন করছিলেন, তখন দোকানের এক কর্মচারী সেটা ভিডিও করে রাখেন। দেখা যায়, প্রশ্ন শুনেই অপ্রস্তুত অনুপম ‘আচ্ছা জি’ বলে বেরিয়ে আসেন।
২০১৪ সালে প্রবল কংগ্রেস বিরোধী হাওয়ায় পঞ্জাবে সিংহভাগ আসনে জিতেছিল বিজেপি। চণ্ডীগড় থেকে কংগ্রেসের সাংসদ ছিলেন পবন বনশল। তিনি রেলমন্ত্রী থাকাকালীন তাঁর ভাইপোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। উপরি আম আদমি পার্টির প্রার্থী তথা অভিনেত্রী গুল পনাগ ভোট কাটায় তার ফায়দা পেয়েছিলেন বিজেপি প্রার্থী কিরণ খের। কিন্তু এ বার পঞ্জাবে উলোটপুরান চলছে। ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ-র নেতৃত্ব পঞ্জাবে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। ক্যাপ্টেন মজবুত নেতা। বিজেপি পরের কথা পঞ্জাবে অকালি দলও হিমসিম খাচ্ছে সেখানে। দৃশ্যত গোটা কংগ্রেস দলই মাজা শক্ত করে দাঁড়িয়েছে। ফলে ভোট প্রচারে গিয়ে বিজেপি-অকালি প্রার্থীদের আকছার মানুষের কথা শুনতে হচ্ছে। সারা দেশে এইরকম চিত্র ছড়িয়ে আছে। কারণ মোদীর ‘বিকাশের’ রঙ তো বেশ ফিকে হয়ে গেছে। প্রচারে বিজেপি নেতৃত্বের মুখে নেই কোনো উন্নয়নের কথা, নেই গত পাঁচ বছরের কোনো খতিয়ান। এইবার ভোট প্রচার চলছে একে অপরকে আক্রমণ করে কিংবা সেনাকে হাতিয়ার করে।