সাত দফা ভোটের মধ্যে বাকি মোটে আর দুই দফা। সুতরাং হাতে আছে আর গুনে গুনে ১২ দিন। এবার থেকে প্রত্যেক দিন প্রধানমন্ত্রীকে সে কথা মনে করিয়ে দেবে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় এই মর্মে একটি স্লোগান তৈরি হয়েছে। সেটি হল, ‘মানুষই এই দেশের গেম চেঞ্জার। খেয়া ঘুরিয়ে দিতে পারে তারাই’। গাঢ় নী রঙের ব্যাকড্রপে অসংখ্য মানুষকে রেখে তার উপর বড় বড় হরফে লেখা সাদা রঙের ‘গেম চেঞ্জার’। এমনই এক সফট কার্ড বানানো হয়েছে যেখানে লেখা রয়েছে ‘এক্সপায়ারি প্রধানমন্ত্রী আপনার দিন শেষ’। এভাবেই নরেন্দ্র মোদীকে বিঁধে শুরু হল দিন গোনা।
দলীয় সূত্রের খবর, ভোট শেষ হতে বাকি যে ১২ টা দিন আছে, সেই ১২ দিন ধরে নানা কর্মসূচী রাখবে তাঁরা। সেখানে থাকতে পারে টক শো, থাকতে পারে স্লোগান, কিন্তু ঠিক কি থাকবে তা নিয়ে কেউ মুখ খুলছেন না। তবে তৃনমূলের সোশ্যাল মিডিয়া টিমের এক কর্তার কথায়, “মোদীর দিন শেষ, আর বাকি ১২ দিন। আমরা প্রতি মুহূর্তে সেই কথা মনে করিয়ে দেব”। সারা বাংলা জুড়ে রীতিমতো লড়াই চলছে। ঘন্টায় ঘন্টায় উত্তেজনার পারদ চড়ছে। বাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলে দিয়েছেন, “বিজেপি বিরোধী শক্তিকে এক করে দেশ গড়ার কাজে প্রধান ভূমিকা নেবে তৃণমূল। বাংলায় ৪২-এ ৪২ পাবে তৃণমূল।