মোগল সাম্রাজ্যের কথা সবাই জানেন। সেই সাম্রাজ্যের অন্যতম সম্রাট ঔরঙ্গজেবের অজানা নয় কারোর। সেই মোগল সম্রাট চলে এলেন সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রচারে। আশ্চর্য হলেও সত্যি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম৷ বারাণসীতে দাঁড়িয়ে নমোর বিরুদ্ধে তোপ দেগে জানান, উনি হলেন আধুনিক যুগের ঔরঙ্গজেব৷
প্রসঙ্গত, বেশকিছুদিন ধরেই বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডর তৈরির জন্য ছোট মন্দির, পুরানো বাড়ি, স্থাপত্য ভাঙা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে৷ সেই অভিযোগের প্রসঙ্গ তুলেই সঞ্জয় নিরুপম মোদীকে ষষ্ঠ মুঘল সম্রাটের সঙ্গে তুলনা করেন৷ সঞ্জয় নিরুপম কথায়, ‘মোদীর নির্দেশে শ’য়ে শ’য়ে পুরানো মন্দির ভাঙা হয়েছে৷ কারণ কাশি বিশ্বনাথ করিডর তৈরি করা হচ্ছে৷ ঔরঙ্গজেবও হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন৷ মোদী আর মুঘল সম্রাটের মধ্যে কোনও ফারাক নেই৷ উনি হলেন আধুনিক যুগের ঔরঙ্গজেব৷’ শুধু এইখানেই থেমে থাকেননি তিনি। বারাণসীর প্রচার সভা থেকে তিনি মোদীর বিরুদ্ধে এক চাঞ্চল্যকর অভিযোগ করেন। তাঁর কথায়, মোদী নাকি নির্দেশ দিয়েছেন, যারা বিশ্বনাথ মন্দির দর্শনে আসবে তাদের কাছ থেকে ৫৫০ টাকা দর্শন ফি নিতে হবে৷ ঔরঙ্গজেব যা করেননি মোদী সেই সব কাজ করার ধৃষ্ট্রতা দেখাচ্ছেন৷ তাঁর এই নির্দেশ সেই কথাই বলছে৷
ভারতীয় রাজনীতিকদের ভাষণে বারবার ঘুরে ফিরে এসেছে ঔরঙ্গজেবের নাম৷ বিশেষ করে নির্বাচনের আগে মুঘল সম্রাটকে টেনে নিয়ে আসা হয়৷ গত বছর কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাও মোদীকে ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা করেছিলেন৷ সেই পথেই হাঁটলেন কংগ্রেসের অন্য এক নেতা।