লোকসভা নির্বাচনে চার দফার ভোট গ্রহণ শেষ। এখনও ২ দফার ভোট গ্রহণ বাকি। কিন্তু এর মধ্যেই সাট্টা বাজার জানাচ্ছে, বিজেপি হারছে। কংগ্রেসকেও খুব একটা বেশী নম্বর দিচ্ছে না তারা। বরং তারা এগিয়ে রাখছে তৃতীয় ফ্রন্ট অর্থাত্ আঞ্চলিক দলগুলির জোটকে।
উত্তপ্ত ভোটের আবহে তেতে উঠেছে গোটা সাট্টা বাজারই। কোন দল এগোবে, কারা পিছোবে, সরকার গড়বে কারা, তাই নিয়েই চলছে কোটি কোটি টাকার খেলা। এখানেই বাজি মারছে তৃতীয় ফ্রন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আঞ্চলিক দলগুলি জোটই এগিয়ে সাট্টা বাজারের হিসাবে। এনডিএ বা ইউপিএ – কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে সাট্টা বাজারের অনুমান। সেই কারণে নির্ণায়ক ভূমিতা নিতে পারে তৃণমূল কংগ্রেস-সহ অন্য আঞ্চলিক দলগুলির জোট বা মহাগঠবন্ধন।
ফল প্রকাশের পরে ঘোড়া কেনাবেচা এবং ভোট পরবর্তী জোট পূর্ণমাত্রায় দেখা যাবে বলে সাট্টা বাজারের অনুমান। সাট্টা বাজারের হিসেব অনুযায়ী এনডিএ পেতে পারে ১৮৫-২২০টি আসন এবং ইউপিএ পেতে পারে ১৬০-১৮০টি আসন।