প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণের ক্ষেত্রে আরও একধাপ সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পুরুলিয়ার সভা থেকে মমতা বললেন, ‘নরেন্দ্র মোদীর কাউন্সিলর হওয়ার যোগ্যতাও নেই। তিনি নাকি আবার প্রধানমন্ত্রী হয়েছেন।’ তাঁর কথায়, ‘ইংরেজদের তাড়াতে যেভাবে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, এবার মোদীকে গদিছাড়া করতে হবে।’
বাংলাতে ভোট পাওয়ার জন্যে মোদী আসলে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘বিরোধিতা করলেই ইডি-সিবিআই পাঠাচ্ছে।’ সেইসঙ্গে ‘জয় শ্রীরাম’ প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দেন, ‘কাকে আমি গুরু মানব, সেটা আমার নিজস্ব ব্যাপার। তোমার কথায় আমি চলব না।’
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘গোটা জীবন লড়াই করেছি। পা থেকে মাথা পর্যন্ত সিপিএম-এর হাতে আক্রান্ত।’ প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি সরকারের উদ্দেশ্যে তাঁর তোপ, ‘দাঙ্গা লাগানো ছাড়া তো ওদের কোনও কাজ নেই। পাঁচ বছরে কোনও উন্নয়ন করেনি। শুধু খুন করেছে।’
মোদীকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, ‘এখানে এসে বড় বড় মিথ্যা বলেন মোদী। আমরা নাকি দুর্গাপুজো করতে দিই না। মা দুর্গার ক’টা হাত উনি জানেন? দেশের সবচেয়ে বড় দুর্যোগ মোদী।’ মমতার কথায়, ‘মোদীর নেতৃত্বে ফ্যাসিস্ট সরকার চলছে দেশে৷ জরুরি অবস্থা চলছে৷ সবাই ভয়ে চুপসে আছে৷ কাউকে না কাউকে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হয়৷ সেটাই করে দেখিয়েছে বাংলা৷ মোদিকে ভয় পায় না বাংলা।’ মাওবাদী সমস্যা নিয়েও মোদী সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি। মোদীকে ‘এবার বিদায়’ দিতে আর্জি জানান মুখ্যমন্ত্রী।