লোকসভা নির্বাচন শুরু হতেই দাপিয়ে প্রচার করছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন৷ প্রচারে যেমন মমতার উন্নয়নকে তুলে ধরছেন তিনি তেমনি কটাক্ষ করছেন মোদীর ব্যর্থতাকে৷ এবার প্রচারে বিজেপিকে ‘বাঙালি হিন্দুবিরোধী’ দল বললেন ডেরেক৷
আউটসাইড পার্লামেন্ট হ্যাশট্যাগে রোজ সকাল ১১টায় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে হাজির হচ্ছেন তিনি৷ ২-৩মিনিটের লাইভে নানা রাজনৈতিক বিষয়ে বক্তব্য রাখছেন তিনি৷
বিজেপিই যে আসলে দুর্গাপুজোয় বাধা দিতে চাইছে, সেই কথা বলেছেন একসময়ের দাপুটে ক্যুইজমাস্টার ডেরেক৷ রাজ্যের প্রায় ৪০টি বড় পুজো কমিটিকে ইডি এবং আয়কর দফতরের নোটিশ যে কেন্দ্রের নির্দেশেই পাঠানো হচ্ছে তাও বলেন তিনি৷
তাঁর বক্তব্যের যুক্তিতে এনআরসি নিয়েও কথা বলেছেন তিনি৷ এনআরসি থেকে প্রায় লক্ষ বাঙালি হিন্দুর নাম বাদ গেছে ও গত দেড় বছরে ৩৫ জন বাঙালি হিন্দু আত্মহত্যা করেছেন সেই পরিসংখ্যানও দেন তিনি৷ তাঁর দাবি বিজেপি বাংলায় বিভাজনের রাজনীতি করার চেষ্টা করলেও সফল হবেন না৷ কারণ রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে৷
গতকালও ‘আউটসাইড পার্লামেন্ট’ সিরিজের ২১তম পর্বে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ডেরেক বিজেপিকে ‘বাঙালি হিন্দুবিরোধী দল’ বলে অভিহিত করেছেন এবং তাঁর সপক্ষে যুক্তিও দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গে ২৮ হাজারেরও বেশী দুর্গাপুজো হয়৷ হাজার হাজার সরস্বতী পুজো হয়৷ তারপরেও মোদী এবং অমিত শাহ রাজ্যে এসে বলে বেড়াচ্ছেন বাংলায় দূর্গাপুজো হয়না৷ মমতা বন্দ্যোপাধ্যায় এই ২৮ হাজার ক্লাবকে পুজোর জন্য ১০ হাজার টাকা দিয়েছেন যাতে তাঁদের আরও উৎসাহিত করা যায়৷ সেখানে বিজেপি কী করছে? আদালতে যাচ্ছে কারণ তারা বাঙালি হিন্দু বিরোধী দল”৷
যেভাবে অভিনব উদ্যোগে প্রচার করছেন ডেরেক, তাতে যে বিরোধীরা আরও পিছিয়ে পড়ছেন তা বলাই বাহুল্য৷