বিজেপি দেবদেবীদের নাম করে। কিন্তু তাঁদের শ্রদ্ধা করে না। উল্টে তাঁদের নিয়ে রাজনীতি করে। মঙ্গলবার বাঁকুড়া রানিবাঁধে দলের হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে জনসভায় এভাবেই বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সাফ কথা, ‘দেবদেবীদের শ্রদ্ধা করে না, তাঁদের নিয়ে রাজনীতি করে বিজেপি’।
বাঁকুড়ার প্রচার সভা থেকে নরেন্দ্র মোদী ও কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দাঙ্গা লাগানো ছাড়া আর কোনও কাজ নেই বিজেপির। পাঁচ বছরে কোনও উন্নয়ন করেনি ওরা। শুধু মানুষ খুন করেছে’। বিজেপি সরকারের আমলে ১২ হাজার কৃষক আত্মঘাতী হয়েছে জানিয়ে মমতা বলেন, ‘বাংলায় আমরা কৃষকদের খাজনা মকুব করে দিয়েছি। এমনকি কৃষিজমিতে মিউটেশন ফিও মকুব করে দিয়েছি। শস্যবিমা খাতেও এক হাজার কোটি টাকা দিচ্ছে আমাদের সরকার। বিজেপি অচ্ছে দিনের প্রতিশ্রুতি দিলেও ওদের আমলে ১২ হাজার কৃষক না খেতে পেয়ে আত্মঘাতী হয়েছেন’।
এদিনের প্রচার সভা থেকে মমতা জানিয়ে দেন, বিজেপি যা বলবে দেশ তাই মানতে বাধ্য নয়। তৃণমূল নেত্রী বলেন, ‘তুমি যাকে বলবে, তাকেই মানতে হবে নাকি? আমি মানব না।ভারতবর্ষ এবং বাংলার মাটিতে আমি সব ধর্ম, সব ঠাকুর এবং সব সংস্কৃতি মানি। আমাদের স্লোগান ‘জয় হিন্দ’, ‘বন্দে মাতরম’, ‘জয় জওয়ান জয় কিসান’, ‘মা-মাটি-মানুষ’। মরে গেলেও বিজেপির স্লোগান আমার মুখ দিয়ে বেরোবে না, এটা মনে রাখবেন’।
বাঁকুড়ায় রুখুসুখু মাটিতে জল সমস্যা সমাধানে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে গিয়ে বেশ প্রাসঙ্গিকভাবেই মুখ্যমন্ত্রী টেনে আনেন ডিভিসির ভূমিকার প্রসঙ্গ৷ রাজ্যের পশ্চিমাঞ্চলের এই জেলাগুলি যেমন গ্রীষ্মে খরাপ্রবণ, তেমনই বর্ষায় বন্যাপ্রবণ৷ তার জন্য ডিভিসির ভূমিকাকেই কাঠগড়ায় তুলে মমতা বলেন, ‘প্রতিবার ডিভিসি অতিরিক্ত জল ছাড়ে, বাঁকুড়া বন্যায় ভেসে যায়৷ কতবার বলা হয়েছে, ঠিকমত ড্রেজিং করতে৷ বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে৷ কোনও কাজই করে না৷ ডিভিসির জন্যই প্রতিবছর বাঁকুড়া, বীরভূম, হাওড়ায় বন্যা হয়৷’ মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, ‘বাঁকুড়ার অন্যতম বিখ্যাত, ঐতিহ্যের জিনিস বালুচরী৷ তার বিপণনে কে, কবে কাজ করেছে? অথচ আমরা বালুচরীকে জিআই স্বীকৃতি দিয়েছি৷ ডোকরা, টেরাকোটার বিপণন, উন্নয়নেও কাজ করা হয়েছে৷ এভাবেই জেলার বিভিন্ন প্রসিদ্ধ কুটিরশিল্পকে আমরা তুলে ধরেছি৷’
মমতা সরাসরি বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘জঙ্গলমহলে মাওবাদী সমস্যা মিটিয়েছে তৃণমূল সরকার। বিজেপি মাওবাদী সমস্যা সমাধানে ব্যর্থ। ঝাড়খণ্ড ছত্তিশগড়ে এখনও মাওবাদী সমস্যা অব্যহত রয়েছে’। যা মাওবাদী দমনে মোদী সরকারের ব্যর্থতাকেই প্রমাণ করে বলে জানিয়েছেন মমতা। শিল্পের নামে বিজেপি আদিবাসীদের জমি হরণ করছে বলেও জানিয়েছেন তিনি।