‘আচ্ছে দিন’ আর নেই। বরং এখন আক্ষরিক অর্থেই ‘বুড়ে দিন’ চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ গোটা গেরুয়া শিবিরের। কেন? কারণ ভোটের পঞ্চম দফা পেরিয়ে গেলেও এখনও দেশের কোনও প্রান্তে দেখা মেলেনি ‘মোদী লহর’-এর। উল্লেখ্য, ‘আব কি বার ৪০০ পার’- এই স্লোগান দিয়েই ২০১৯-এর ভোটযুদ্ধ শুরু করেছিলেন মোদী-শাহরা। কিন্তু সাত দফা ভোটের পঞ্চম দফা মিটতেই এখন বিজেপির নেতারা বলছেন, চারশো দূর অস্ত, ৫৪৩ আসনের লোকসভায় নিজের ক্ষমতায় বিজেপি ২৭১ জোগাড় করতে পারলেই অনেক! কিন্তু তেমনটা হওয়ার আশা নেই বললেই চলে। সংবাদমাধ্যমকে যিনি এই কথা বলেছেন তাঁর নাম রাম মাধব। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক। একাধিক রাজ্যে দলকে বৈতরণী পারের দায়িত্ব তাঁর কাঁধে রয়েছে।
কিন্তু সেই তিনিই ব্লুমবার্গ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, ‘একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে বিজেপি।’ তবে রাম মাধবের বিশ্বাস, জোট হিসেবে সরকার গঠনের ম্যাজিক ফিগার অর্জন করে নেবে এনডিএ। অর্থাৎ তাঁর দাবি অনুযায়ী, বিজেপির নেতৃত্বেই কেন্দ্রে সরকার গঠন হবে। কিন্তু তাঁরা একক সংখ্যাগরিষ্ঠ হতে পারবেন না। শুধু তাই নয়, ২০১৪ সালে বিজেপি যে ফল করেছিল ২০১৯-এ তার পুনরাবৃত্তি সম্ভব নয় বলে গতকাল স্পষ্ট জানিয়ে দেন এই বিজেপি নেতা। শুধু এই বিজেপি নেতাই নয়, একই সুর শোনা গেছে শরিক শিবসেনার গলাতেও। দলের সাংসদ সঞ্জয় রাউত বলেন, ‘বিজেপি একা সরকার গড়তে পারবে না। তবে জোট হিসেবে এনডিএ-র সরকার গঠনে অসুবিধা হওয়ার কথা নয়।’ দলের সাধারণ সম্পাদক ও শরিক নেতার এ হেন মন্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছেন মোদী-শাহরা।