গতকাল, সোমবারই প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ খারিজ করে দিয়েছে বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের তিন সদস্যের অভ্যন্তরীণ বেঞ্চ। পাশাপাশি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশেও এ কথা সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, ‘অভ্যন্তরীণ কমিটি গত ১৯.৪.২০১৯ তারিখে সুপ্রিম কোর্টের প্রাক্তন কর্মীর করা অভিযোগের মধ্যে কোনও সারবত্তা খুঁজে পায়নি।’ তবে প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ খারিজ হওয়ায় আজ সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ প্রদর্শনে নেমে আটক হলেন ৫৬ জন। এঁদের মধ্যে ৫৩ জন মহিলা এবং ৩ জন পুরুষ রয়েছেন বলে জানিয়েছেন বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ।
জানা গেছে, এদিন সকাল সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেন প্রতিবাদীরা। ১০.৪৫ মিনিট নাগাদ তাঁদের আটক করা হয়। টুইটারের মাধ্যমে গ্রেফতার হওয়া বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁদের মান্ডি মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে। উচ্চ পর্যায়ের নির্দেশ না আসা পর্যন্ত তাঁদের ছাড়া হবে না বলে জানিয়েছেন প্রশান্ত ভূষণ। তিনি টুইট করে বলেন, ‘প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ খারিজ হওয়ার বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে সুপ্রিম কোর্টের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় প্রতিবাদী মহিলাদের গ্রেফতার করে পুলিশ। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কি প্রতিবাদের অধিকার নেই সংবিধানে?’