বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ইভিএম-এর। পঞ্চম দফার ভোটের পরও আলোচনার কেন্দ্রবিন্দু সেই ইভিএমই। সোমবার বিহারে লোকসভা নির্বাচনে পঞ্চম দফায় মুজাফফরপুরের হোটেল থেকে উদ্ধার হল ৬টি ইভিএম যন্ত্র। সোমবার ওই হোটেলের কাছেই এক নির্বাচনী বুথে ভোটগ্রহণ চলাকালীনই যন্ত্রগুলি উদ্ধার করেন এসডিও কুন্দন কুমার।
জেলাশাসক অলোকরঞ্জন ঘোষ জানিয়েছেন, সেক্টর অফিসার অবধেশ সিংয়ের গাড়িচালক ভোট দিতে চেয়েছিলেন। এই কারণে ইভিএম যন্ত্র ওই বেসরকারি হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল। এই বিষয়ে সেক্টর অফিসারের উত্তর এখনও পাওয়া যায়নি।
মঙ্গলবার সাংবাদিকদের জেলাশাসক আরও জানান, ‘১১ নম্বর সেক্টরের অফিসার অবধেশ সিংকে অতিরিক্ত ইভিএমগুলি দেওয়া হয়েছিল যাতে কোনও যন্ত্রে বিভ্রাট দেখা দিলে সেগুলি ব্যবহার করা যায়। এছাড়া ওঁর গাড়িতে একটি ব্যালটিং ইউনিট ও দু’টি ভিভিপ্যাট রাখা ছিল। ওঁর বিস্তারিত জবাবের জন্য অপেক্ষা করছি।’
জেলাশাসকের দাবি, ‘এরপর অবধেশ নিয়ম লঙ্ঘন করে দু’টি ইভিএম বেসরকারি হোটেলে নামিয়ে নেন। এই সমস্ত কারণ ও প্রমাণের ভিত্তিতে ওঁর জবাব এলে কড়া বিভাগীয় পদক্ষেপ করা হবে।’ তবে এখনও অবধি অবধেশের তরফে কোনও জবাব আসেনি বলেই জানা গেছে। যা নিয়ে আরও বাড়ছে বিতর্ক।