জয়পুরে মেয়েদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচই জমজমাট। চমক স্মৃতি মান্ধানার। ট্রেলব্লেজার্স টিমের অধিনায়ক স্মৃতি ৬৭ বলে ৯০ রান করলেন। তাঁর ব্যাটে ভর করে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৪০ রান তোলে ট্রেলব্লেজার্স। সুপারনোভাজের হয়ে লড়লেন অধিনায়ক হরমনপ্রীত কাউর। ৩৪ বলে ৪৬ রান করে নট আউট থাকেন তিনি।
পাল্টা রান তাড়া করতে নেমে ১২ ওভারে ৭৪ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সুপারনোভাজ দল। সেখান থেকে দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (৩৪ বলে অপরাজিত ৪৬) এবং সোফি ডেভিন (২২ বলে ৩২)। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। ঝুলনের ওভারে চারটি চার মেরেও শেষরক্ষা করতে পারেননি হরমনপ্রীত। ৬ উইকেটে ১৩৮ রান তোলে তারা। ঝুলন কোনও উইকেট পাননি।
ম্যাচের সেরা মান্ধানা বলেছেন, হরমনপ্রীতরা ভয় ধরিয়ে দিলেও আমরা হাল ছাড়িনি৷ আমাদের বিশ্বাস ছিল নিজেদের ওপরে, লক্ষ্য ছিল যে কোনও ভাবেই দলকে জয় দিতে হবে”৷ হরমনপ্রীতও প্রশংসা করেন স্মৃতির, ‘’ও সত্যিই খুব ভালো ব্যাট করেছে। আমরা প্রতিপক্ষকে বাগে পেয়েও সুবিধে নিতে পারলাম না মান্ধানার জন্যই।”