ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে ১-০ গোলে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরেছে স্বাগতিকরা। ডিসেম্বরে লিগের প্রথম পর্বে লেস্টারের মাঠে ২-১ গোলে হেরেছিল শিরোপাধারীরা।
আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের শুরু থেকে জমে ওঠে লড়াই। ধীরে ধীরে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়াতে থাকে সিটি। আদায় করে নিতে থাকে একের পর এক কর্নার। ৩১তম মিনিটে তেমনই এক কর্নারে আগুয়েরোর নেওয়া হেডে বল ক্রসবারের নিচের দিকে লেগে ভিতরে ঢোকার মুহূর্তে গোললাইন থেকে ফেরান ডেনমার্কের গোলরক্ষক কাসপের স্মাইকেল।
বিরতির পরও অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। কিন্তু লেস্টারের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না তারা। এরই মাঝে ৬৯তম মিনিটে ডিফেন্ডারের ভুলে ডি-বক্সে বল পেয়ে যান আগুয়েরো। কিন্তু তার শট হাত বাড়িয়ে রুখে দেন স্মাইকেল।
তিন মিনিট পর অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ম্যানচেস্টারের দলটি। ৩০ গজ দূরে বল পেয়ে একটু এগিয়ে আচমকা বুলেট গতির শট নেন বেলজিয়াম ডিফেন্ডার কোম্পানি। বল ক্রসবার ঘেঁষে ডান কোনা দিয়ে জাল খুঁজে নেয়।
বাকি সময়ে তেমন উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি সিটি। তবে ওই এক গোলের ব্যবধান ধরে রেখে টানা ত্রয়োদশ জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা। ৬৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে আর্সেনাল। ষষ্ঠ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬৬।