ভোট মরশুমে তৃণমূল প্রার্থী দেবের সভা মানেই জনজোয়ার। অগুণতি মানুষ ভীড় জমান দেব-দর্শনে। কোটশিলায়ও তার ব্যতিক্রম হল না। শুধুমাত্র নায়ক দেবকে দেখবার জন্য এতো মানুষ ভীড় জমান না। তাঁরা সকলেই ব্যক্তি দেবকে ভালোবাসেন, যিনি বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলার উন্নয়নে সামিল হন। কোটশিলায় দেবের সভায় পুরুষের পাশাপাশি হাজির ছিলেন বাড়ির মহিলারাও। তাঁরা ঘরের রান্না-সহ যাবতীয় কাজ ফেলে সভায় আসেন। দেব প্রভায় প্রবেশ করলে সকলে চিৎকার করে ওঠেন তাঁদের কাছের মানুষের নামে। আর দেবও সভার বক্তৃতার শুরুতেই সকলকে ধন্যবাদ জানান, তাঁকে এতো ভালোবাসা দেবার জন্য।
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতোর সমর্থনে প্রচারে এসেছিএন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। সোমবার কোটশিলায় একটি নির্বাচনী জনসভায় অংশ নেন। সভায় আসতে দেরি হয়ে যাওয়ার জন্য দেব মঞ্চ থেকেই সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এবং সেখানেই মৃগাঙ্ক মাহাতোর জন্য ভোট প্রার্থনা করেন। এবং বলেন, “তাঁকেই ভোট দিন যিনি আপনাদের জন্য কাজ করছে। তৃণমূল মানুষের জন্য কাজ করছে তাই তৃণমূলের বিকল্প নেই”। এদিন পুরুলিয়ার মানবাজার ও বলরামপুরে দু’টি রোড শো করেন।
এদিন সভায় দেব আসতেই উপস্থিত জনতা চিৎকার করে বলেন, ‘মোদী হটাও, দেশ বাঁচাও’। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেন। এই সভা থেকেই দেব মানুষের উদ্দেশ্যে বলেন, “মানুষ এখন বোকা নয়, তাই জোর করে ভোট নেওয়া যায় না। তাই কাজের নিরিখে মা-মাটি-মানুষের দল ৪২টি আসনই পাবে”। গত সাত বছরে যে কাজ করেছে তার মধ্যে অন্যতম হল কন্যাশ্রী। এই প্রকল্প বিদেশ থেকে সম্মান এনে দিয়েছে। এছাড়া একাধিক প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষ উন্নয়নের স্বাদ পেয়েছেন। তাই তৃণমূল জিতলে মানুষের আরো উন্নয়ন হবে। বাংলা ভালো থাকবে। শান্তিতে থাকবে।