রাম মন্দিরের দাবিতে করেছিলেন আন্দোলন। বিজেপি পরিচালিত সরকারের মন্ত্রীও হয়েছিলেন। সেই তিনিই এখন প্রচার করছেন কংগ্রেস প্রার্থীর হয়ে। সহস্রাধিক সঙ্গী সাধুকে নিয়ে বসেছেন যজ্ঞেও।
এই তিনি হলেন ভারতের বহু চর্চিত সাধু কম্পিউটার বাবা। গেরুয়া বসন, মাথায় জটা, কপালে সুবিশাল তিলক, গায়ে ছাই মাখা অবস্থায় সামনে খোলা ল্যাপটপ। পুজার্চনা এবং ধ্যান করার পাশাপাশি কম্পুটার চালাওতেও অত্যন্ত দক্ষ হওয়ায় তিনি পরিচিতি পেয়েছিলেন কম্পিউটার বাবা হিসাবে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির হয়ে লড়তে চেয়েছিলেন। তা হয়ে ওঠেনি। পরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দান করেন। পদ্ম প্রতীকেই বিধানসভা নির্বাচনে লড়াই করে মধ্যপ্রদেশের বিধায়ক হন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁকে মন্ত্রীসভাতেও জায়গা দিয়েছিলেন।
সেই ব্যক্তিই মঙ্গলবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচার শুরু করেছেন। মধ্যপ্রদেশের জনপ্রিয় কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-এর জন্য আয়োজন করেছেন বিশাল যজ্ঞানুষ্ঠানের। চলছে পুজার্চনা। যাতে সামিল হয়েছেন সহস্রাধিক সাধু। উপস্থিত রয়েছেন কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিংও।
এই দল বদলের কারণ হিসেবে অযোধ্যার রাম মন্দির ইস্যুকেই কাঠগড়ায় তুলেছেন কম্পিউটার বাবা। তাঁর কথায়, ‘বিজেপি পাঁচ বছর সরকারে ছিল। কিন্তু অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করতে পারল না।‘ সেই ক্ষোভ থেকেই কংগ্রেস শিবিরে নাম লিখিয়েছেন বলে দাবি করেছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘যখন রাম মন্দির হয়নি তখন মোদীকেও আর সমর্থন করা যাবে না’।