চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচের আগে পর্যন্ত লিভারপুল সমর্থকেরা নিশ্চিন্তেই ছিলেন। ইংল্যান্ডের ক্লাবগুলোর মধ্যে একমাত্র তাদের বিরুদ্ধেই কোনও গোল নেই লিয়োনেল মেসির। ৭৫ মিনিট পর্যন্ত স্বস্তিতেই ছিলেন তাঁরা। শেষ পনেরো মিনিট লিভারপুল সমর্থকেরা সাক্ষী হলেন ভয়ঙ্কর সুন্দর ঝড়ের! ৭৫ মিনিটে প্রথম গোল করলেন মেসি। ৮২ মিনিটে প্রায় ৩৫ গজ দূর থেকে ফ্রি-কিকে সেই বিস্ময় গোল। যা নিয়ে এখনও চর্চা চলছে। ও-ই ম্যাচের পরেই ফুটবল সম্রাট পেলে টুইটারে অভিনন্দন জানান মেসিকে। জোসে মোরিনহো বলেছিলেন, “ম্যাচটায় পার্থক্য গড়ে দিয়েছিল ফুটবলের ঈশ্বর একাই”। মঙ্গলবার রাতে আরও একবার মেসির জাদু দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
প্রথম পর্বে ৩-০ এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত বার্সেলোনার। তা সত্ত্বেও ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে খুব একটা স্বস্তিতে নেই। তাঁর দুশ্চিন্তার কারণ চোট পেয়ে ওসমানে দেম্বেলের দল থেকে ছিটকে যাওয়া। সাংবাদিক বৈঠকে ভালভার্দে বলেছেন, “প্রথম পর্বের ম্যাচের ফলাফল ভুলেই আমরা মাঠে নামতে চাই”। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে হলে মঙ্গলবার ঘরের মাঠে ৪-০ জিততেই হবে লিভারপুলকে। কারণ, প্রথম লেগে ক্যাম্প ন্যু-তে ০-৩ হেরেছে তারা। অথচ অগ্নিপরীক্ষার আগেই বিপর্যয় লিভারপুল শিবিরে। চোটের কারণে শেষ পর্যন্ত ছিটকেই গেলেন মহম্মদ সালাহ। হতাশ ক্লপ বলেছেন, “চিকিৎসকদের মতে সালাহ এখনও খেলার মতো সুস্থ নয়। তবে সালাহ এবং ফির্মিনোকে ছাড়াই আমরা জেতার চেষ্টা করব। আমাদের উদ্বুদ্ধ করছে গত মরসুমে বার্সেলোনাকে হারিয়ে রোমার নাটকীয় জয়”।