বিজেপি যে কথা দিয়ে কথা রাখে না তা আগেই প্রমাণিত হয়েছিল। এবার সামনে আসল বিজেপির চরিত্রহীনতার কথা। বেডরুমে ঢুকে মহিলার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি ঘনিষ্ঠ যোগ গুরু।
জানা গিয়েছে, ৩৮ বছরের এই আনন্দ গিরি সিডনিতে দুই মহিলার ওপর হামলা করে৷ প্রার্থনার জন্য এই যোগ গুরুকে নিজের বাড়িতে ডেকে এনেছিলেন এক বিদেশি মহিলা, তারপরই ওই মহিলাকে তার বেডরুমে নিয়ে গিয়ে অশ্লীল প্রস্তাব দেয়৷ তার সঙ্গে জোর জবরদস্তি করারও চেষ্টা করে বলে জানা যায়৷
এই ঘটনার প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার রিভারস্টোন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে যদিও আনন্দ গিরি যে অভিযোগে অভিযুক্ত সেই বিষয়টি সিডনিতে ঘটে এবং এটি ২০১৬ সালের ঘটনা৷ আবার ২০১৮ সালে ৩৪ বছরের অন্য আরেক মহিলা জানান, যোগ গুরু লাউঞ্জে তাকে যৌন হেনস্তা করে৷
সোমবার অস্ট্রেলিয়া থেকে অন্যান্য দেশে যাওয়ার কথা ছিল আনন্দ গিরির তবে তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে সে৷ তার জামিনের আর্জিও খারিজ করে দিয়েছে আদালত এবং তাঁকে ২৬ জুন পর্যন্ত সংশোধনাগারে থাকতে হবে বলে জানা গিয়েছে৷