২০১৬ থেকে ২০১৯। সময়টা মাত্র তিন বছরের। তার মধ্যেই নিজের আখের বেশ কিছুটা বাড়িয়ে নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২০১৬ সালে তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ছিল ₹৩০.২৯ লক্ষ। বর্তমানে সেই সম্পত্তি বেড়ে হয়েছে ₹৪৫.৩৬ লক্ষ। নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় দিলীপ ঘোষ এমনটাই উল্লেখ করেছেন।
ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে ১১.৭৫ লক্ষ টাকা। হাতে নগদ রয়েছে ২০ হাজার টাকা। এলআইসি পলিসি আছে ১.৪০ লক্ষ টাকার। তিন বছর আগে বিধানসভা ভোটে খড়গপুর থেকে নির্বাচিত হন দিলীপ। বর্তমানে তাঁর আয়ের উত্স হিসেবে জানান, প্রতিমাসে বিধায়ক ভাতার ২১,৮৭০ টাকা। এ ছাড়া ঝাড়গ্রামে তাঁর ৩০ লক্ষ টাকার কৃষিজমি থাকার কথা জানিয়েছেন।
একই গ্রামে ২ লক্ষ টাকা মূল্যের তাঁর একটি বাড়ি রয়েছে। সবমিলিয়ে তিন বছর আগে অস্থাবর সম্পত্তি ছিল ₹২৯.৯৪ লক্ষ।
সেটা বেড়ে দাঁড়াল বেশ কিছুটা।