রবিবার উত্তরপ্রদেশের বিজেপি-বিরোধী দুই জোটসঙ্গী বুঝিয়ে দিলেন, মোদী যতই বিভাজনের রাজনীতি করুন না কেন এ বারের ভোটে সপা-বসপা-আরএলডি জোটের সামনে ব্যাপক চাপের মুখে যে ভেঙে পড়ছেন মোদী তা স্পষ্ট৷ মানুষ যে এবারে আর ভোট দেবে না তা তিনি বিলক্ষণ বুঝতে পারছেন৷ আর তাই ভয় পেয়ে ভুলভল মন্তব্য করছেন তিনি, তা বিলক্ষণ স্পষ্ট।
প্রসঙ্গত উল্লেখ্য, সপা ও কংগ্রেস মিলে ‘গেম’ খেলছে বসপা প্রধান মায়াবতীর সঙ্গে-শনিবার এই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই তার যোগ্য প্রত্যুত্তর দিলেন বুয়া-বাবুয়া৷
মোদীর শনিবারের মন্তব্যের জবাব দিয়ে শুরুটা করেছিলেন বহেনজি-ই। বলেন, ‘সপা-বসপা-আরএলডির জোট হওয়ার প্রথম দিন থেকে বিজেপি প্রমাদ গুণতে শুরু করেছে। আমাদের জোট ভবিষ্যতেও থাকবে। বিভাজন ও শাসনের পথ ধরেছেন তিনি, কাজ করবে না।’
কংগ্রেসের ব্যাপারে অনমনীয় হলেও বহেনজি জানিয়ে দেন, রায়বেরিলি ও আমেঠিতে তাঁদের জোটের প্রতিটি ভোট কংগ্রেসের কাছেই যাবে। সে কারণেই তাঁদের তরফে ওই দুই কেন্দ্রে কোনও প্রার্থী দেওয়া হয়নি।
সপা প্রধান অখিলেশ যাদবও মোদীকে পরে একহাত নেন। তাঁকে ‘১৮০ ডিগ্রি প্রধানমন্ত্রী’ তকমা দিয়ে জানান, দেশ নয়া প্রধানমন্ত্রী পেতে প্রস্তুত। এবং হতেও পারে তা এই মহাজোটেরই কেউ। বা এই মহাজোটই প্রধানমন্ত্রী নির্ণয় করল।তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সুর বদলে গিয়েছে কারণ আগের দফায় স্পষ্ট বিজেপি পিছিয়ে পড়েছে। প্রধানমন্ত্রী তাই মানুষকে ভুল বোঝাতে চান।’