‘ভোটের সময় নাটক করতেই বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু ভোটের সময় আমি মঞ্চ ভাগ করবো না৷’ এভাবেই সোমবার ফণী রাজনীতি নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মোদীর অভিযোগের জবাব দিলেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়৷
গোপীবল্লভপুরের সভা থেকে মোদীকে আক্রমণ করে মমতা বলেন, ‘আপনাকে প্রধানমন্ত্রী মানি না। নির্বাচনী প্রচারে এসে বৈঠকে বসবেন, আর ক্ষীর খাবেন আমি কত কাজ করেছি বলে, তাই না?’ সেইসঙ্গে মমতা জানিয়ে দেন, ‘ফণীর সময় আমি কলকাতায় নয়, খড়গপুরে ছিলাম। তাহলে মিথ্যে বলছেন কেন?’ সেইসঙ্গে মমতা বলেন, ‘এত বন্যা হল, কই সাহায্য তো করেননি। আমি নিজে গিয়েছি, তাও সাহায্য পাইনি। এখন নির্বাচনের জন্যে সাহায্যের নামে রাজনীতি করছেন। কোন কাজকর্ম নেই। দিদির নখের যোগ্য কাজও করতে পারবেন না আপনি।’
এদিন মমতা বলেন, ‘উড়িষ্যায় নির্বাচন শেষ৷ তাই নবীন পট্টনায়ক আপনার সঙ্গে দেখা করেছে৷ কিন্তু আপনি লোক দেখানোর জন্য এই বৈঠক করতে চেয়েছিলেন৷ আমি কোনও এক্সপায়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চভাগ করব না৷’ এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৭ সালে রাজ্যে বন্যার প্রসঙ্গে টেনে আনেন৷ জানতে চান কেন রিপোর্ট পেশ সত্ত্বেও বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় কেন একটা টাকা দেওয়া হল না? মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, ‘যে টাকা ফণীর ক্ষতিতে আপনি দিয়ে রাজনীতি করতেন তা বাংলাই দিয়ে দেবে।’
নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে মমতা বলেন, ‘বাংলাই এবার দিল্লীতে সরকার গড়ার মূল কারিগর হবে। আপনার শুধু ৪২টা আসন আমাকে দিন।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘দিল্লীতে বসে গুন্ডারা সরকার চালাচ্ছে। এর অবসান আমরা করবই।’