ফণী পরবর্তী বাংলার পরিস্থিতি নিয়ে মোদী রাজনীতি করার চেষ্টা করছেন বলে অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফণী পরবর্তী পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের অনুদানের প্রয়োজন নেই জানিয়ে মমতা স্পষ্ট বলেন, ‘মিথ্যাবাদী মোদী, ফণী সামলাতে আমরা একাই পারি’।
এদিন প্রচার সভা থেকে মমতা বলেন, ‘মোদী আসছেন ঝাড়গ্রামে৷ বিমানে নামবেন কলাইকুণ্ডায়৷ একটা চিঠি দিয়ে ওখানেই ডেকে পাঠালেন আমাদের৷ আমরা ওনার চাকরবাকর? কেন ভোটের প্রচারে এসে বৈঠক করবেন? মুখ্যমন্ত্রী ছাড়া অন্যান্য সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা ভাবেন কীভাবে? ওড়িশায় ভোট হয়ে গিয়েছে৷ তাই মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সময় দিয়েছেন৷ ভোটের সময় আমি আপনার সঙ্গে বৈঠক করব না৷ আপনাকে মানি না৷ নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করব৷’
ফণী পরবর্তী পরিস্থিতিতে সহযোগিতার জন্য কেন্দ্রের কাছ থেকে কোনও সাহায্য লাগবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এছাড়াও একাধিক ইস্যুতে এদিন মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যের প্রশাসনিক প্রধান৷ উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আর্জিও জানান তিনি৷ সেইসঙ্গে মমতা বলেন, ‘এত বন্যা হল, কই সাহায্য তো করেননি। আমি নিজে গিয়েছি, তাও সাহায্য পাইনি। এখন নির্বাচনের জন্যে সাহায্যের নামে রাজনীতি করছেন। কোন কাজকর্ম নেই। দিদির নখের যোগ্য কাজও করতে পারবেন না আপনি।’